লিটন দাসের রান-আউটে কার্যত পাকিস্তানের বিশ্বকাপ অভিযানে ইতি পড়ে গেল। আজ বাংলাদেশ হেরে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘গ্রুপ ২’ থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটা এগিয়ে গেল ভারত। দক্ষিণ আফ্রিকা তো আগে থেকেই সুবিধাজনক জায়গায় আছে। সেই পরিস্থিতিতে খাতায়কলমে সেমিতে যাওয়ার সুযোগ থাকলেও এখনই ব্যাগপত্তর গুছিয়ে রাখতে পারেন পাকিস্তানি খেলোয়াড়রা।
'সুপার ১২'-র 'গ্রুপ ২'-র পয়েন্ট তালিকা
কীভাবে সেমিফাইনালে উঠতে পারবে পাকিস্তান?
বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ন্যূনতম আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানকে দুটি ম্যাচই (দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ) জিততে হবে। তারপর মিলতে হবে একাধিক অঙ্ক। তবেই পাওয়া যাবে সেমিফাইনালের টিকিট। যদি একটি ম্যাচেও পাকিস্তান হেরে যায়, তাহলে তো কোনও কথাই নেই। কোন কোন অঙ্কে সেমিতে যেতে পারবে পাকিস্তান, তা দেখে নিন -
১) নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হার প্রার্থনা করতে হবে মহম্মদ রিজওয়ানদের। যদি দক্ষিণ আফ্রিকা হেরে যায়, তাহলে পাঁচ পয়েন্টেই থাকবেন প্রোটিয়ারা (পাকিস্তানও হারাবে ধরে)। সেক্ষেত্রে ভারতের সঙ্গে সেমিতে চলে যেতে পারবে পাকিস্তান।
২) জিম্বাবোয়ের কাছে যেন হেরে যায় ভারত, এমনই চাইবে পাকিস্তান। শেষ ম্যাচে আফ্রিকা মহাদেশের দল জিতে গেলে ভারত এবং পাকিস্তানের পয়েন্ট ছয় হবে। তখন নেট রানরেটের নিরিখে ঠিক হবে যে কোন দল সেমিতে যাবে (দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতবে ধরে)।
আরও পড়ুন: IND vs BAN: রাহুল, বৃষ্টি, কোহলি.. কী ভাবে টাইগারদের হারাল ভারত!
৩) বৃষ্টির জন্য নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে গেলেও পাকিস্তানের সামনে সেমিতে যাওয়ার কিছুটা সুযোগ থাকবে। কারণ তখন দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রে যে দলের নেট রানরেট বেশি থাকবে, সেই দল সেমিতে যাবে (জিম্বাবোয়েকে ভারতে হারারে ধরে)। সেজন্য দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে। আপাতত নেট রানরেটের নিরিখে অনেকটা এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
৪) বৃষ্টির জেরে ভেস্তে গেল নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচ এবং শেষ ম্যাচে হেরে গেল ভারত - সেটাই যদি হয়, তাহলে তিন দলের (ভারত, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান) পয়েন্ট ছয় হবে। সেক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে যে কোন কোন দল সেমিফাইনালে যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।