মকরন্দ ওয়েঙ্গাঙ্কর দাবি করেছেন যে, তিনি কাউন্টির বিভিন্ন টিমের সঙ্গে পৃথ্বীকে দলে নেওয়ার জন্য বহু আলোচনা করেছেন। প্রায় হাফডডন টিমের সঙ্গে কথা বলার পরেই নর্থহ্যাম্পটনশায়ারের সঙ্গে পৃথ্বীকে নিয়ে তাঁর পজিটিভ কথা হয়।
পৃথ্বী শ'।
ভারতীয় তারকা প্লেয়ার পৃথ্বী শ' এই মুহূর্তে তাঁর ক্যারিয়ারে সবচেয়ে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। ছন্দে ফিরতে রীতিমতো কসরত করতে হচ্ছে তাঁকে। এমন কী ২০২৩ আইপিএলেও পৃথ্বী শ' খুব খারাপ ছন্দে ছিলেন। যে কারণে একাদশ থেকে তাঁকে বাদ পড়তেও হয়েছিল। সদ্য শেষ হওয়া দলীপ ট্রফিতেও পৃথ্বীর পারফরম্যান্স আহামরি কিছু ছিল না। দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ফাইনালে পৃথ্বী প্রথম ইনিংসে ৬৫ রান করেন এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রান করে আউট হয়ে যান। পশ্চিমাঞ্চল ম্যাচটি হেরে যায়।
এবার নিজের ছন্দ ফিরে পেতে পৃথ্বী শ' নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে চলেছেন। এবং তার পরে দলীপ ট্রফি খেলবেন। এর পাশাপাশি আবার পৃথ্বীকে অগস্টে অনুষ্ঠিত হতে চলা রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও খেলতে দেখা যাবে। কিন্তু এখনও পর্যন্ত বিসিসিআই এই নিয়ে কোনও আপডেট দেয়নি। এদিকে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সিইও মকরন্দ ওয়েঙ্গাঙ্কর একটি চাঞ্চল্যকর বক্তব্য রেখেছেন পৃথ্বী শ' সম্পর্কে।
মকরন্দ ওয়েঙ্গাঙ্কর দাবি করেছেন যে, তিনি কাউন্টির বিভিন্ন টিমের সঙ্গে বহু আলোচনা করেছেন। প্রায় হাফডডন টিমের সঙ্গে কথা বলার পরেই নর্থহ্যাম্পটনশায়ারের সঙ্গে পৃথ্বীকে নিয়ে তাঁর পজিটিভ কথা হয়। এবং তারা পৃথ্বী শ'-এর জন্য চুক্তি করতে রাজি হয়। পৃথ্বীর অফফিল্ড বিতর্কে জড়ানোর জন্যই নাকি এই সমস্যা হয়েছে। তাই মকরন্দ ওয়েঙ্গাঙ্কর আশা করছেন যে, এবার অফফিল্ড বিতর্কে না জড়িয়ে, ব্যাট হাতে পৃথ্বী শ'র ভালো পারফরম্যান্স আরও বেশি দেখতে পাবেন।
সোশ্যাল মিডিয়ায় মকরন্দ ওয়েঙ্গাঙ্কর লিখেছেন, ‘হাফ ডজন কাউন্টি দলের সঙ্গে কথা বলার পর আমি নর্থহ্যাম্পটনশায়ারের সঙ্গে পৃথ্বী শ'র চুক্তি করাতে পেরেছি। আমি এবার আশা করছি যে, অফ-ফিল্ড ভিডিয়োতে ওকে না দেখে, মাঠে ওর খেলা বেশি উপভোগ করব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।