লিজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্টের শেষ দুই ফ্র্যাঞ্চাইজি দল তাদের অধিনায়ক ঘোষণা করল। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংকে মণিপাল গ্রুপের মালিকানাধীন মণিপাল টাইগার্সের অধিনায়ক নিযুক্ত করা হয়েছে এবং প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান এলএনজে ভিলওয়ারা গ্রুপের ভিলওয়ারা কিংস দলের নেতৃত্ব দেবেন।
যেখানে হরভজন সিংকে তাঁর স্পিন বোলিং দিয়ে প্রতিপক্ষ দলকে সমস্যায় ফেলতে পারেন,সেখানে ইরফান পাঠান নিজের সুইং বোলিং দিয়ে কিংবদন্তি খেলোয়াড়দের উইকেট নিতে পারেন। হরভজন সিং প্রথম ভারতীয় অফ স্পিনার যিনি চারশো উইকেট শিকার করেছেন। তিনি ভারতের হয়ে ২৮টি টি-টোয়েন্টি, ১০৩টি টেস্ট এবং ২৩৬টি ওয়ানডে খেলেছেন।
আরও পড়ুন… টিম ইন্ডিয়াকে নিয়ে মহম্মদ হাফিজের কটাক্ষ, ভক্তরা বললেন- বাজে কথা বন্ধ করুন
মনিপাল টাইগার্সের অধিনায়ক হরভজন সিং বলেছেন, ‘মাঠে ফিরতে পেরে দারুণ লাগছে। আমি আগেও এই সব দুর্দান্ত খেলোয়াড়দের সঙ্গে খেলেছি এবং এখন তাদের সঙ্গে আরও একবার খেলব সেটা বেশ মজা হবে। আমি এই টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। একজন খেলোয়াড় হিসেবে আমি কখনই কোনও দলের অধিনায়কত্ব করিনি এবং আমি এই নতুন ভূমিকা নিতে পুরোপুরি প্রস্তুত। আমি আমার পক্ষ থেকে শতভাগ দেব এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।’
ইরফান পাঠান শুধু বোলিং নয়,ব্যাটিং দিয়েও বহু ম্যাচে ভারতীয় দলকে জিতিয়েছেন। ইরফান পাঠানকে বরাবরই অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। ২০০৭ সালের আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে তিনি‘ম্যান অফ দ্য ম্যাচ’ পুরস্কার জিতেছিলেন। ইরফান পাঠান বলেন, ‘আপনি যাই করুন সেটাকে আপনার পুরোপুরি উপভোগ করা উচিত। আমি আমার দলের পক্ষ থেকে শতভাগ দিতে প্রস্তুত। এটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ, তবে আমি এটি সম্পূর্ণরূপে পূরণ করতে চাই।’
আরও পড়ুন… গলফ খেলার সময় চোট! আসন্ন T20 WC থেকে ছিটকে গেলেন জনি বেয়ারস্টো
লিজেন্ডস লিগ ক্রিকেটের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও রমন রাহেজা বলেছেন,‘বীরেন্দ্র সেহওয়াগ এবং গৌতম গম্ভীর সম্প্রতি গুজরাট জায়ান্টস এবং ইন্ডিয়া ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন। এখন হরভজন সিং এবং ইরফান পাঠানকে মণিপাল টাইগার্স এবং ভিলওয়ারা কিংস দলের অধিনায়ক করা হয়েছে। সব খেলোয়াড়ই মাঠে নামবে এবং আশা করা যায় সবগুলো ম্যাচই দারুণ হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।