সুইসদের বিপক্ষে ম্যাচের চার মিনিটেই গোলের খাতা খোলে স্পেন। এগিয়ে দেন জোসেলু। এরপর ১৩ মিনিটে ব্যবধান ২-০ করেন ফ্যাবিয়ান রুইজ। তবে তারপরই ঘটে বিপত্তি, লালকার্ড দেখে মাঠ ছাড়েন স্পেনের রবিন লে নরম্যান্ড। যদিও তাতে স্পেনের খেলায় খুব বেশি প্রভাব পড়েনি। ৪১ মিনিটে সুইসদের হয়ে ব্যবধান কমান জেকি আমদুনি। দ্বিতীয়ার্ধে শেষ কোয়ার্টারে ফ্যাবিয়ান রুইজ নিজের দ্বিতীয় গোলটি করেন। ৮০ মিনিটে সুইসদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন স্ট্রাইকার ফেরান তোরেস, ৪-১ গোলে জিতে মাঠ ছাড়ে স্পেন।
এদিকে আজ রাতেই রয়েছে ইউরোপের দুই সেরা শক্তিধর দেশের লড়াই। মাঠে নামবেন কিলিয়ান এমবাপের ফ্রান্স, রোমেলু লুকাকুর বেলজিয়াম। দুই দল মুখোমুখি একে অপরের। এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নেশনস লিগের গ্রুপ টুতে রয়েছে আরেক শক্তিশালী দল ইতালিও। ফলে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে এই গ্রুপকে। ইতালি এবং বেলজিয়াম নিজেদের প্রথম ম্যাচে জিতেছে, হেরেছে ফ্রান্স। তাই জয়ে ফিরতে মরিয়া থাকবে এমবাপের দল। অন্য ম্যাচে ইজরায়েলের বিপক্ষে মাঠে নামছে ইতালি। গত ম্যাচে ফ্রান্সকে ৩-১ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়েই ইজরায়ের বিপক্ষে বৈতরণী পার করতে চাইবে রেতেগুই-রাসপাদোরিদের ইতালি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।