এতদিন পর্যন্ত রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে মাঠেই ফুটবলাররা রেফারির সঙ্গে বিতর্কে জড়াতেন। এবার থেকে শুধুই দলের অধিনায়ক রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলতে পারবেন, দলের বাকিরা যোগ দিতে পারবেন না। তাঁরা অসন্তোষ দেখাতে গেলে প্রয়োজনে ব্যবস্থা নেবে রেফারি, পরে এআইএফএফের কোপেও পড়তে হতে পারে তাঁদের।
গুরপ্রিত সিং সান্ধু। ছবি- এএনআই
শুরু হয়ে গেছে ভারতীয় ফুটবলের নতুন মরশুম। আইএসএল এখনও অনেক দেরি হলেও কলকাতা লিগসহ আঞ্চলিক লিগগুলো ইতিমধ্যেই শুরু হয়েছে। কয়েকদিন পরই এআইএফএর ডুরান্ড কাপও শুরু হয়ে যাবে। আইএসএল হোক বা আইলিগ দীর্ঘদিন ধরেই ফুটবলের মাঠে রেফারিদের সঙ্গে সম্পর্ক খারাপ ফুটবলারদের। বিদেশি ফুটবলে একই চিত্র দেখা যায় বটে, কিন্তু সেটা কালেভদ্রে। তবে ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে অভিযোগ বিস্তর, সেটার হয়ত কিছুক্ষেত্রে কারণও আছে। কারণ বিদেশি অর্থাৎ আন্তর্জাতিক মানের ট্রেনিং সবসময় রেফারিরা পাননা। অর্থনৈতিক দিক থেকে তো বিশ্বফুটবলের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে ভারতীয় তথা বাংলার রেফারিরা। মাঝে মধ্যেই দেখা যায় মাঠের মধ্যে ফুটবলাররা রেফারিদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ভারতীয় ফুটবলে এই ঘটনার রুখতেই এবার নয়া পদক্ষেপ নিল এআইএফএফ।
ভারতীয় ফুটবলের সেরা লিগ আইএসএলে মাঝে মধ্যেই ওঠে রেফারিং নিয়ে প্রশ্ন। এখনও ভার প্রযুক্তি শুরু না হওয়ায় এদেশে, রেফারিদের সঙ্গে অনেক সময়ই তর্কে জড়িয়ে পড়েন ফুটবলার - কোচিং স্টাফরা, কিন্তু সেই ঘটনায় রাশ টানতেই এবার বদ্ধপরিকর এআইএফএফ। কড়া নির্দেশিকা তাঁরা পাঠাচ্ছে ক্লাব এবং রাজ সংস্থাগুলোর কাছে। ইতিমধ্যেই সেই নিয়ম প্রকাশ করেছে ফেডারেশন।
কোন কোন নিয়ম লাগু করা হচ্ছে রেফারিংয়ে বিতর্ক এড়াতে ?
এতদিন পর্যন্ত রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে মাঠেই ফুটবলাররা রেফারির সঙ্গে বিতর্কে জড়াতেন। এবার থেকে শুধুই দলের অধিনায়ক রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলতে পারবেন, দলের বাকিরা যোগ দিতে পারবেন না। তাঁরা অসন্তোষ দেখাতে গেলে প্রয়োজনে ব্যবস্থা নেবে রেফারি, পরে এআইএফএফের কোপেও পড়তে হতে পারে তাঁদের।
চতুর্থ রেফারির কাছে আবেদন জানাতে পারবেন দলের টেকনিক্যাল টিমের যে কোনও একজন সিনিয়র সদস্য। অর্থাৎ কোচ, সহকারী কোচ, ম্যানেজার সকলে একসঙ্গে চতুর্থ রেফারির কাছে কোনওরকম আবেদন, প্রতিবাদ বা উত্তর জানতে চাইতে পারবেন না। একাধিকবার যদি রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে বা রেফারির সঙ্গে টানা মতবিরোধ দেখিয়ে তর্ক করতে থাকেন কোনও ফুটবলার, সেক্ষেত্রে তাঁকে শাস্তির মুখে পড়তে হতে পারে। প্রয়োজনে তাঁকে কার্ডও দেখাতে পারেন রেফারি।
খেলার সময় একজন টেকনিক্যাল এরিয়ায় যে কোনও একজন কর্তাই কোচের সঙ্গে উপস্থিত থাকতে পারবেন, এছাড়া চিকিৎসক ফিজিওরা থাকবে। কিন্তু অন্য কর্তা বা ফুটবলাররা সেখানে ভিড় করতে পারবেন না। যদিও এত নিয়ম তো শুধুই রেফারির ভুল সিদ্ধান্তকে গার্ড করার জন্য। রেফারির উন্নতির জন্য নিয়ম কোথায়? সেই প্রশ্নই তুলেছেন ফুটবল বিশেষজ্ঞরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।