ISL 2024-25: জেমির সতীর্থকে দলে নিয়ে আইএসএলে চমক মহামেডানের, উচ্ছ্বসিত সমর্থকরা
1 মিনিটে পড়ুন Updated: 12 Sep 2024, 07:10 PM ISTপ্রথমবার এই মরশুমে আইএসএল খেলবে মহামেডান। তার আগে রোনাল্ডোর দেশের ফুটবলারকে সই করিয়ে চমক দিল সাদা-কালো ব্রিগেড। সব কিছু ঠিক থাকলে কিছু দিনের মধ্যে শহরে চলে আসতে পারেন একদা জেমি ম্যাকলারেনের সতীর্থ নুনো রেইস।