শুক্রবারই প্রকাশ্যে এসেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে মোহনবাগান সুপার জায়ান্টসের গ্রুপ বিন্যাস। সেখানে মোহনবাগান ফুটবল দল বেশ কঠিন প্রতিপক্ষদের মুখোমুখি হয়েছে। ইরান, কাতারের ক্লাবের সঙ্গে নামবে সবুজ মেরুন। অবশ্য তাঁদের বিরুদ্ধে যে কোনওভাবেই মোহনবাগান ভালো ফল করতে পারবে না, সেটা বলা যায় না। বরং সাম্প্রতিককালে কাতারের বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে কয়েকটি ম্যাচে ভারতীয় ফুটবল দল ভালো খেলেছে, হয়ত হেরেছে। কিন্তু জাতীয় দল লড়াই অন্তত দিয়েছে। ফলে কাতারের ক্লাব দলের বিরুদ্ধে মোহনবাগানের তারকাখচিত দলও যে বেশ লড়াই দেবে, সেটা অন্তত আশা করাই যায়। এরই মধ্যে প্রকাশ্যে এল মোহনবাগানের ক্রীড়াসূচি। ১৮ সেপ্টেম্বর মোহনবাগানের প্রথম ম্যাচ।
কাতারের ক্লাব আল ওয়াখরাহ এসসি, ইরানের ট্র্যাক্টর এফসি এবং তাজিকিস্তানের দল এফসি রাভশানের সঙ্গে একই গ্রুপে রয়েছে মোহনবাগান। এসিএল ২-তে এই তিন দলের বিপক্ষেই রাউন্ড রবিন লিগে দুটি করে ম্যাচ খেলবে মোহনবাগান, সেখান থেকেই ৬ ম্যাচের পর গ্রুপের সেরা দুই দল চলে যাবে নকআউটে স্টেজে। মোট ৩২টি দল নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন হচ্ছে। একঝলকে ম্যাকলারেন, পেত্রাতোসদের ক্রীড়াসূচি-
আরও পড়ুন-লক্ষ্মীলাভের আশায় ভারতের দিকে তাকিয়ে ‘দ্য হান্ড্রেড’, লন্ডনের দলে নজর আম্বানিদের…
মোহনবাগানের এসিএল ২-র ক্রীড়াসূচি-
১৮ সেপ্টেম্বর মোহনবাগানের প্রথম ম্যাচ এফসি রাভশানের বিপক্ষে, সল্টলেক স্টেডিয়ামে সন্ধ্যে ৭.৩০টায়(হোম ম্যাচ)
২ অক্টোবর ইরানের ক্লাব ট্রাক্টর এফসির বিরুদ্ধে মোহনবাগানের পরের ম্যাচ ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়(আওয়ে ম্যাচ)
২৩ অক্টোবর কাতারের ক্লাব আল ওয়াখরাহ এফসির সঙ্গে মোহনবাগানের তৃতীয় ম্যাচ সল্টলেক স্টেডিয়ামে সন্ধে ৭.৩০টায়(হোম ম্যাচ)
৬ নভেম্বর কাতারের ক্লাব আল ওয়াখরাহ এসসির সঙ্গে ফিরতি লেগের ম্যাচ মোহনবাগানের, খেলা শুরু সন্ধে ৭টায় (অ্যাওয়ে ম্যাচ)
২৭ নভেম্বর তাজিকিস্তানের দল রাভশান এফসির মুখোমুখি মোহনবাগান (অ্যাওয়ে ম্যাচ)
৪ ডিসেম্বর ইরানের ট্র্যাক্টর এফসির সঙ্গে ফিরতি লেগের ম্যাচ মোহনবাগানের, যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধে ৭.৩০টায় (হোম ম্যাচ)
আরও পড়ুন-কেন্দ্রীয় চুক্তিতে লাভ কম! তাই ফারগুসনদের পথে হেঁটে অস্থায়ী চুক্তি বাছলেন অ্যালেন
আইএসএলের সঙ্গেই পাল্লা দিয়ে চলবে এএফসির এই মেগা টুর্নামেন্ট। গত মরশুমে আইএসএল শিল্ড জেতায় এসিএল ২তে খেলার সুযোগ পায় মোহনাবগান। এসিএল টু-তে বাগানের সাফল্যের বিষয় সমর্থকরা আশাবাদী কারণ দলের কোচ হোসে মোলিনার উপস্থিতি, তিনি ইউরোপের অন্যতম সেরা দল স্পেনের জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এএফসির খেলায় যে তিনি নিজের ক্ষুরধার মস্তিষ্ক কাজে লাগিয়ে বাগানের পক্ষে ভালো করতে মরিয়া থাকবেন তা বলাই বাহুল্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।