আইএসএলে গত সপ্তাহে কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল কেরল ব্লাস্টার্স এবং মহমেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে প্রথমার্ধের মাঝামাঝি সময় পেনাল্টি থেকে কাসিমভ গোল করে এগিয়ে দেন মহমেডান স্পোর্টিং ক্লাবকে। কিন্তু দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিয়ে যায় কেরল ব্লাস্টার্স। ম্যাচেই গন্ডগোলে জড়ান দুই দলের সমর্থকরা।
আরও পড়ুন-আবার ধাক্কা নাইট অধিনায়কের! কাঁধের চোটে ছিটকে গেলেন রঞ্জির পরের ম্যাচ থেকে!
মহমেডান স্পোর্টিং ক্লাবকে এবার জরিমানা করল আইএসএল কর্তৃপক্ষ। কেরল ব্লাস্টার্স ম্যাচে দর্শকদের ঝামেলার জন্য তাঁদের সতর্ক করা হল। সাদা কালো কর্তারা বিষয়টি নিয়ে দুঃপ্রকাশ করায় কিছুটা বড় শাস্তি এড়ানো গেল, তবে আগামী দিনে ফের দর্শক হাঙ্গামার ঘটনা ঘটলে বড় শাস্তির মুখে পড়বে ক্লাব, তা বলাই যায়।
আরও পড়ুন-অস্ট্রেলিয়া সিরিজে দলে ঢুকতে পারেন নীতীশ! শার্দুলকেও ডাকের সম্ভাবনা! থাকবেন শামি?
কেরল ব্লাস্টার্সের সমর্থকদের লক্ষ্য করে বোতল-জুতো!
দ্বিতীয়ার্ধে পেপরাহ গোল করে কেরলকে সমতায় ফেরানোর পর জিমেনেজ গোল করে তাঁদের জয় নিশ্চিত করে দেন। এরপরই কেরল সমর্থকরা কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনের গ্যালারিতে আনন্দ, উচ্ছাসে মাতেন। আর তা দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সাদা কালো সমর্থকরা। ছোঁড়া হয় বোতল, জুতো। ইটবৃষ্টিরও অভিযোগ করেন কেরল সমর্থকরা। খেলা বাধ্য হয়ে বেশ কিছুক্ষণ বন্ধ রাখেন রেফারি। কারণ মাঠের গ্যালারির থেকে ফেন্সিং এবং মাঠ খুব বেশি দূরে নয়।
দর্শক হাঙ্গামার প্রতিবাদ জানায় কেরল ব্লাস্টার্স-
ম্যাচের পর কেরল সমর্থকদের সুস্থভাবে বের করা হলেও কয়েকজন জখম হন। এরপরই কেরল ব্লাস্টার্সের পক্ষ থেকে বিবৃতি জারি করে ঘটনার নিন্দা করা হয় এবং আইএসএল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয় আয়োজক ক্লাব মহমেডানের অব্যবস্থার বিরুদ্ধে। এরপরই সাদা কালো কর্তৃপক্ষের সঙ্গেই বৈঠকে বসে আইএসএল কমিটি। সেখানেই স্পষ্ট আকারে মহমেডানকে জানিয়ে দেওয়া হয়, যে এই ধরণে ঘটনা আর ঘটলে কিশোর ভারতী স্টেডিয়ামে আর ম্যাচ দেওয়া হবে না, প্রয়োজনে দর্শকশুন্য স্টেডিয়ামে খেলা করতে হবে।
আরও পড়ুন-‘বেকার এত সিরিজ খেলে লাভ কি? রঞ্জির গুরুত্ব কমে যাচ্ছে…’ বোর্ডের কাজে বিরক্ত গাভাসকর!
মহমেডানকে ১ লক্ষ টাকা জরিমানা-
এরপরই মহমেডান কর্তারা ঘটনার জন্য দুঃপ্রকাশ করে নেওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয় ক্লাবকে। যদিও এমন ঘটনা এই নতুন নয়। আইলিগে যখন আগে মহমেডান খেলত, তখনও যুবভারতীতে প্রায়শই ঝামেলায় জড়াতেন সমর্থকরা। যা নিয়ে এর আগেও সাদা কালো শিবিরকে এআইএফএফের জরিমানার মুখে পড়তে হয়েছিল, ফলে বিষয়টি নিয়ে বেশ চিন্তিত ক্লাব কর্তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।