বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Messi and Ronaldo's post: জড়িয়ে ধরে একে-অপরকে, ‘বন্ধু’ মেসি-রোনাল্ডোর পোস্টে আবেগে ভাসল ফুটবল দুনিয়া
পরবর্তী খবর
Messi and Ronaldo's post: জড়িয়ে ধরে একে-অপরকে, ‘বন্ধু’ মেসি-রোনাল্ডোর পোস্টে আবেগে ভাসল ফুটবল দুনিয়া
1 মিনিটে পড়ুন Updated: 20 Jan 2023, 02:33 PM ISTAyan Das
Messi and Ronaldo's post: ইনস্টাগ্রামে ‘বন্ধু’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে স্টোরি পোস্ট করলেন লিওনেল মেসি। আবার টুইটারে দু'জনের পোস্ট করলেন রোনাল্ডো।
লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি সৌজন্যে @Cristiano এবং Leo Messi)
ম্যাচটা স্রেফ উপলক্ষ্য ছিল। বাকিটা জুড়ে ছিল স্রেফ রোনাল্ডো-মেসির সাক্ষাৎ, দ্বৈরথ। তাঁরা নিজেরাও যেন সেই দ্বৈরথ নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। যা ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রতিক্রিয়ায় ধরা পড়ল। ইনস্টাগ্রামে ‘বন্ধু’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে স্টোরি পোস্ট করলেন লিওনেল মেসি। আবার টুইটারে দু'জনের ছবি পোস্ট করলেন রোনাল্ডো।
বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াধে সৌদি অলস্টার একাদশের বিরুদ্ধে ৫-৪ গোলে জিতেছে পিএসজি। মাঠের সেই দ্বৈরথে আর্জেন্তিনার অধিনায়ক জিতে গেলেও ফুটবল দুনিয়ায় জয়ী হয়েছেন দু'জনই - মেসি এবং রোনাল্ডো। কারণ জাদু দেখিয়েছেন দুই মহাতারকাই। জোড়া গোল করেছেন রোনাল্ডো। গোল করেছেন মেসিও। যিনি এই এশিয়ার মাটি থেকেই বিশ্বকাপ জিতে ফিরেছেন।
সেই ম্যাচের টুইটারে একাধিক ছবি পোস্ট করেন পর্তুগালের মহাতারকা। একটি ছবিতে মাঠে মেসিকে জড়িয়ে ধরার দৃশ্যও ছিল। সেই ছবিগুলির সঙ্গে রোনাল্ডো লেখেন, 'মাঠে ফিরতে পেরে এবং গোল করতে পেরে খুব ভালো লাগছে। সেইসঙ্গে কয়েকজন পুরনো বন্ধুর (পিএসজির জার্সিতে ছিলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তনী সার্জিও র্যামোস, নেইমার, কিলিয়ান এমবাপেরা) সঙ্গে দেখা হওয়ায় ভালো।'
)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।