একাদশ আইএসএলের প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ১৩ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামছে ডিফেন্ডিং শিল্ডজয়ীরা। গতবার শিল্ড জিতেছিল মোহনবাগান। আর চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। অর্থাৎ একেবারে ব্লকবাস্টার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে একাদশ আইএসএল। পরদিনই (১৪ সেপ্টেম্বর) নামছে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএলের অভিযান শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। আর এবার আইএসএলে প্রমোশন পাওয়া মহমেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ হচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে নামবে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।
তবে এখনও পর্যন্ত আইএসএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়নি। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সূচি জানিয়েছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)। ততদিনে মোহনবাগান মোট ১৩টি ম্যাচ খেলবে। একইভাবে ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং ক্লাবেরও ১৩টি করে ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। তিনটি ক্লাবের সব ম্যাচের সূচি দেখে নিন। কোন দলের বিরুদ্ধে খেলবে, কবে খেলা পড়েছে, কখন খেলা শুরু, সব দেখে নিন এখানে।
মোহনবাগানের ম্যাচের সূচি
১) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি: ১৩ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
২) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি: ২৩ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
৩) বেঙ্গালুরু এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট: ২৮ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, বেঙ্গালুরু।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।