চেন্নাইয়িন এফসি রবিবার ঘোষণা করেছে যে, তারা ওয়েন কয়েলকেই প্রধান কোচ হিসেবে ফিরিয়ে আনছে। এবং কয়েলের সঙ্গে শুধু ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগে মরশুমই নয়, লম্বা চুক্তি করেছে তারা। টমাস ব্রদারিকের স্থলাভিষিক্ত হলেন কয়েল। যাঁর সঙ্গে ২০২২-২৩ মরশুমের পর ক্লাব সম্পর্ক ছিন্ন করে।
স্কটিশ কোচ তিন বার প্রিমিয়ার লিগে ম্যানেজার অফ দ্য মান্থ পুরস্কার জিতেছেন। তিনি ভারতীয় ফুটবলেও অত্যন্ত পরিচিত মুখ। এবং চেন্নাইয়িন এফসিকেই ২০১৯-২০ আইএসএল মরশুমে কোচিং করিয়েছেন। এবং সেই বছর তাদের আটটি ম্যাচ জিততে সাহায্য করেছিলেন তিনি। ফাইনালেও তুলেছিলেন চেন্নাইকে।
চেন্নাইয়িনের অন্যতম কর্ণধার ভিটা দানি একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমরা চেন্নাইয়িনে ওয়েনকে ফিরে পেয়ে আনন্দিত। ওয়েন ভারতের কাছে অপরিচিত নয় এবং আমরা সবাই দেখেছি, ও এখানে কী করতে পারে। আমাদের তরুণ দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও সঠিক মানুষ এবং ওকে ফিরে পেয়ে আমরা আনন্দিত।’
৫৭ বছরের কয়েল ২০২১-২২ সালে জামশেদপুর এফসি-তে কোচিং করিয়েছেন। এবং তিনি আইএসএলে লিগ শিল্ড জিতিয়েছিলেন। ৪৩ পয়েন্ট নিয়ে জামশেদপুর সেবার শীর্ষস্থানে শেষ করেছিল।
বিশ্বের অন্যতম শীর্ষ ফুটবল প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগেও কোচিং করিয়েছেন কয়েল। ইংল্যান্ডে তাঁর প্রথম মরশুম ২০০৮-০৯ প্লে-অফ ফাইনালে ফাইনালে শেফিল্ড ইউনাইটেডকে পরাজিত করে বার্নলিকে ইপিএলে উন্নীত করেছিলেন। পরে বোল্টনের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং কয়েলের অধীনে তারা একটি স্থিতিস্থাপক ইপিএল দল গড়েছিল, যে টিম তাদের প্রথম মরশুমে এফএ কাপের সেমিফাইনালে উঠেছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) হিউস্টন ডায়নামোসের হয়ে কয়েলের একটি সফল যাত্রাও ছিল। অতি সম্প্রতি তিনি স্কটিশ ফুটবলের দ্বিতীয় স্তরে কুইন্স পার্ক ফুটবল ক্লাবকে প্রশিক্ষণ দিয়েছিলেন। এবং তাঁর কোচিংয়ে লিগ পর্বে তৃতীয় স্থান অর্জন করে কুইন্স পার্ক।
চেন্নাইয়িনের সঙ্গে চুক্তি পাকা হওয়ার পর ওয়েন কয়েল বলেছেন, ‘চেন্নাইয়িন এফসিতে ফিরে আসার জন্য সত্যিই উচ্ছ্বসিত। গত বার দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছিল। ক্লাবটি দুর্দান্ত সাফল্য পেয়েছিল এবং এবারও আমরা একই রকম লড়াইয়ের চেষ্টা করতে চাই। এটা কঠিন হতে চলেছে, আমরা জানি। কিন্তু আমরা সবাই ফুটবলে এই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমি শীঘ্রই ক্লাবের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’
একজন স্ট্রাইকার হিসেবে কয়েলের দীর্ঘ এবং সফল ক্যারিয়ার ছিল। ইপিএলে পারফরম্যান্স করার পাশাপাশি তিনি স্কটিশ প্রিমিয়ার লিগে ডান্ডি ইউনাইটেড এবং মাদারওয়েলের মতো ক্লাবের হয়েও খেলেছেন। তাঁর নামের পাশে ৩০০টিরও বেশি গোল রয়েছে। কুইন্স পার্ক এফসির সঙ্গে তার আগের চুক্তির বাধ্যবাধকতা পূরণ করার পর কোয়েল অগস্টে সিএফসিতে যোগ দেবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।