এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করার ভাবনা ইগর স্টিমাচের টিমের। আর তার জেরেই প্রদর্শনী ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল দলের কর্তৃপক্ষ। আসলে সামনে কোনও বড় টুর্নামেন্ট নেই। তা বলে প্রস্তুতিতে ঘাটতি হতে দিতে নারাজ ভারতীয় ফুটবলের টিম ম্যানেজমেন্ট।
যে কারণে সেপ্টেম্বরের শেষের দিকে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন সুনীল ছেত্রীরা। সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। জানা গিয়েছে, ভিয়েতনামের রাজধানী হো চি মিন সিটির থং নাত স্টেডিয়ামে ম্যাচ দু'টি খেলা হবে।
আরও পড়ুন: বিগ-বি কোন ফুটবল দলের সমর্থক জানেন? উত্তর জানলে খুশি হবে দু' প্রধানের একটি ক্লাব
ভিয়েতনাম ফুটবল সংস্থা যে সূচি প্রকাশ করেছে, তাতে আগামী ২৪ সেপ্টেম্বর প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে ভারত। ২৭ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ আয়োজক ভিয়েতনাম।
২৪ সেপ্টেম্বরের ম্যাচ খেলতে ২২ সেপ্টেম্বরই হো চি মিন সিটিতে পৌঁছে যাওয়ার কথা সুনীল ছেত্রীদের। ২৮ সেপ্টেম্বর তাদের ফের দেশে ফেরার কথা রয়েছে। এই বছরই রয়েছে এশিয়ান কাপ। তার প্রস্তুতি হিসাবেই এই সফরে যাবেন সুনীলরা।
আরও পড়ুন: ফের AIFF-এর বর্ষসেরা ফুটবলার ছেত্রী, এই নিয়ে সাতবার, মেয়েদের ফুটবলে সেরা মনীষা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।