আজ (সোমবার কলকাতা ফুটবল লিগে চতুর্থ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ধাক্কা (ড্র) খেলেও পরের দুটি ম্যাচে জ্বলেছে মশাল। দ্বিতীয় (পশ্চিমবঙ্গ পুলিশ) এবং তৃতীয় ম্যাচে (খিদিরপুর) জিতেছে লাল-হলুদ বাহিনী। এবার জয়ের হ্যাটট্রিক করতে মাঠে নামতে চলেছেন তুহিন দাস, মহম্মদ রাকিপ, দীপ সাহারা। আজ দুপুর তিনটেয় নৈহাটি স্টেডিয়ামে বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সেই ম্যাচ শুরু হবে। যে ম্যাচ দেখার জন্য সপ্তাহের প্রথম কর্মদিবসে কি ছুটি পাননি? তবে মাঠে যেতে না পারলেও অনায়াসে সরাসরি ম্যাচ দেখতে পারবেন। সেটার জন্য বেশি টাকাও খরচ হবে না। ৫০ টাকায় ‘inSportsTV’-তে ইস্টবেঙ্গল বনাম বিএসএস স্পোর্টিং ক্লাবের ম্যাচ সরাসরি দেখতে পারবেন।
(ইস্টবেঙ্গল বনাম বিএসএস স্পোর্টিং ক্লাবের ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে)
আরও পড়ুন: কামিন্সকে আটকাতে জোড়া ফলা ইস্টবেঙ্গলের, স্পেন, অস্ট্রেলিয়া থেকে আসছেন দুই বিদেশি
অনলাইনে ইস্টবেঙ্গল বনাম বিএসএস স্পোর্টিং ক্লাবের ম্যাচ সরাসরি দেখবেন কীভাবে?
১) নিজের স্মার্টফোন নিয়ে প্রথমেই ‘গুগল প্লে স্টোর’-এ (Google Play Store) যেতে হবে। সার্চের জায়গায় গিয়ে ‘inSportsTV’ লিখতে হবে আপনাকে। এসে যাবে ‘inSportsTV’-র অপশন। আর তারপর ইনস্টল করতে হবে।
২) ইনস্টল হয়ে যাওয়ার পর 'Open' অপশনে ক্লিক করতে হবে। খুলে যাবে ‘inSportsTV’ অ্যাপ। ইমেল আইডি বা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে (‘inSportsTV’ অ্যাপে আপনার অ্যাকাউন্ট নেই ধরে, ইতিমধ্যে অ্যাকউন্ট থাকলে আইডি ও পাসওয়ার্ড দিয়ে শুধুমাত্র লগইন করতে হবে)। ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে 'Sign Up' করতে হবে।
৩) ইমেল আইডিতে একটি কনফার্মেশন কোড যাবে। সেখানে থাকবে একটি লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করলে ব্রাউজারে ‘inSportsTV’-র পেজ খুলে যাবে। সেই পেজ খুলে গেলেই ‘inSportsTV’-তে নয়া অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
৪) এবার আসবে টাকা দেওয়ার পালা। ওই পেজেই আজকের তারিখের নীচে কোন কোন ম্যাচ আছে, সেটা দেখানো হবে। সেইভাবে ইস্টবেঙ্গল বনাম বিএসএস স্পোর্টিং ক্লাবের ম্যাচের অপশন পাওয়া যাবে। কেউ যদি শুধু ইস্টবেঙ্গল বনাম বিএসএস স্পোর্টিং ক্লাবের ম্যাচ দেখতে চান, তাহলে ৫০ টাকা (প্রাথমিকভাবে ১০ টাকা ছিল) দিতে হবে। কলকাতা ফুটবল লিগের সব ম্যাচ দেখার জন্য ৫০০ টাকা (প্রাথমিকভাবে ১৯৯ টাকা ছিল) লাগবে। আর শুধুমাত্র নিজের দলের সব ম্যাচ দেখার জন্য ২৫০ টাকা দিতে হবে।
৫) শুধু ইস্টবেঙ্গল বনাম বিএসএস স্পোর্টিং ক্লাবের ম্যাচ দেখতে চাইলে ওই লিঙ্কের উপর ক্লিক করতে হবে। তারপর ‘Season Pass’ (৫০০ টাকা), ‘Team Season Pass’ (২৫০ টাকা), ‘Big-3 Season Pass’ (৪০০ টাকা) এবং ‘Pay-per-view’ (৫০ টাকা) আসবে। ‘Pay-per-view’-র নীচে থাকা ‘Buy’-তে ক্লিক করতে হবে। এবার ক্লিক করতে হবে ‘Make Payment’-এ।
৬) টাকা দেওয়ার জায়গা খুলে যাবে। নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট কার্ড বা ক্রেডিটা কার্ডের মাধ্যমে টাকা দেওয়া যাবে। টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে ‘inSportsTV’ অ্য়াপে আসতে হবে। কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল বনাম বিএসএস স্পোর্টিং ক্লাবের ম্যাচ সরাসরি দেখতে পারবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।