1 মিনিটে পড়ুন Updated: 26 Aug 2023, 07:18 PM ISTAyan Das
CFL 2023 Points Table: পিছিয়ে পড়েও জয় মহমেডান স্পোর্টিং ক্লাবের। সেই জয়ের সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই কলকাতা ফুটবল লিগের শীর্ষে উঠে এল সাদা-কালো ব্রিগেড। দুইয়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। স্বস্তি পেল মোহনবাগান সুপার জায়ান্ট।
মহমেডানের হয়ে জোড়া গোল করেন ডেভিড। (ছবি সৌজন্যে IFA)
কালীঘাট মিলন সংঘকে ৩-২ গোলে হারিয়ে কলকাতা ফুটবল লিগে গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থানে উঠে এল মহমেডান স্পোর্টিং ক্লাব। খেলার স্কোরলাইন দেখলে রুদ্ধশ্বাস ম্যাচ মনে হলেও আদতে ম্যাচের প্রথম কিছুক্ষণ এবং শেষের কয়েক মিনিট ছাড়া খুব একটা অস্বস্তিতে ছিল না সাদা-কালো ব্রিগেড। বিকাশ এবং ডেভিডের জোড়া গোলে বিরতিতে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল। ৮১ মিনিটে কালীঘাট দ্বিতীয় গোল করার পর কিছুটা চাপে পড়ে গেলেও শেষপর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন মহমেডানের খেলোয়াড়রা। যে জয়ের ফলে কিছুটা স্বস্তি পেল মোহনবাগান সুপার জায়ান্ট।
আপাতত কলকাতা ফুটবল লিগে গ্রুপ ‘এ’-র যা অবস্থা, তাতে নয় ম্যাচে মহমেডানের পয়েন্ট ২৪। সেখানে ১০ ম্যাচে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবারের ঝুলিতে ২৩ পয়েন্ট আছে। অর্থাৎ এক ম্যাচ কম খেলেই ডায়মন্ড হারবারকে টপকে লিগ তালিকার শীর্ষে চলে এসেছে মহমেডজান তিন নম্বরে আছে ২১ পয়েন্ট। সেখান নয় ম্যাচ খেলে মোহনবাগানের ঝুলিতে ২০ পয়েন্ট আছে। নিয়ম অনুযায়ী, প্রথম তিনটি দল ‘সুপার সিক্স’-এ যাবে। সেই পরিস্থিতিতে আজ মহমেডান জিতে যাওয়ায় কিছুটা সুবিধা হয়েছে মোহনবাগানের। কালীঘাট জিতে গেলে মোহনবাগানের উপর আরও চাপ বাড়ত।
শনিবার ১৪ মিনিটের মাথায় গোল করে কালীঘাটকে এগিয়ে দেন অমিত হেমব্রম। তবে সেই লিড সাত মিনিটের বেশি ধরে রাখতে পারেনি কালীঘাট। ২১ মিনিটে মহমেডানে হয়ে সমতা ফেরান বিকাশ সিং। তারপরই যেন ফ্লাডগেট খুলে যায়। পাঁচ মিনিট পরেই মহমেডানের দ্বিতীয় গোল করেন ডেভিড। তারপর প্রথমার্ধের একেবারে শেষলগ্নে মহমেডানকে ৩-১ গোলে এগিয়ে দেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।