
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ম্যাচে এফসি গোয়ার কাছে হারের পর বেঙ্গালুরু এফসি-কে নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই সুনীল ছেত্রীকে নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। গোলমেশিন সুনীলের ব্যর্থতা যেন বড় স্পষ্ট ভাবে ধরা পড়ছে। কখনও গোলের সহজ সুযোগ নষ্ট করেছেন, কখনও আবার পেনাল্টি মিস করে বসেছেন। যার জেরে পয়েন্ট নষ্ট হয়েছে বেঙ্গালুর। এই পরিস্থিতিতে সুনীলকে নিয়ে যখন সমালোচনার ঝড় বয়ে চলেছে, তখন বেঙ্গালুরু এফসি অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রধান কোচ মার্কো পেজাইউলি। সুনীলের ফর্ম না থাকা নিয়ে উদ্বেগ তিনি বরং একেবারে উড়িয়ে দিয়েছেন।
শনিবার ব্যাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে এফসি গোয়ার কাছে হারে বেঙ্গালুরু। এতে তারা হারের হ্যাটট্রিক করে ফেলে। সেই সঙ্গে বেঙ্গালুরু লিগ তালিকার দশ নম্বরে নেমে যায়। এই মরশুমে সুনীল ছেত্রী এখনও কোনও গোল করতে পারেননি। পেনাল্টি থেকে গোলের সুযোগও তিনি নষ্ট করেছেন। গোয়ার বিরুদ্ধে ম্যাচে সহজতম সুযোগ তিনি নষ্ট করেছেন। তবে পেজাইউলি সুনীলের পাশে দাঁড়িয়ে দাবি করেছেন, ‘ও একজন মানুষ। মাঝে মাঝে ভাগ্য সঙ্গ দেয় না। জাতীয় দলে খেলার সময়ে ওর ভাগ্য সঙ্গ দিয়েছিল। কারণ বল ওর কাছে অনেক বার এসেছিল। ও গোলের সুযোগ পেয়েছিল। পাঁচটি গোলও করেছিল। এই গোয়ার বিরুদ্ধে ম্যাচে ওর সামনে অসাধারণ একটি সুযোগ এসেছিল এবং যদি ও স্কোর করত তবে ১-১ হত। ’
এর সঙ্গেই বেঙ্গালুরুর কোচ যোগ করেছেন, ‘এই ধরনের সুযোগ পেলে ও চোখ বন্ধ করে গোল করতে পারে। তবে ওর কঠিন সময় চলছে। ওর জন্য দলের সমর্থন রয়েছে। আর ও যে ভাবে খেলছে, সেটা একদম ঠিক আছে। তবে বক্সের ভিতরে ওর আর একটু ভাগ্য প্রসন্ন হওয়া প্রয়োজন।’
এর পরেই বেঙ্গালুরু কোচ পরিষ্কার বলে দিয়েছেন,‘আমি মনে করি না, সুনীল সম্পর্কে খুব বেশি কথা বলা উচিত। আমি কোনও একজন খেলোয়াড়ের দোষ দেখি না। আমরা একটি দল হিসাবে হেরেছি এবং আমি মনে করি এটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports