আধুনিক ক্রিকেটে ফিল্ডিংয়ের মান এতটাই উন্নত হয়েছে যে, প্রায়শই দুর্দান্ত সব ক্যাচ ধরতে দেখা যায় ক্রিকেটারদের। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে ত্রিস্তান স্টাবস মইন আলির যে ক্যাচটি ধরেন, তাকে এককথায় অবিশ্বাস্য বলাই উচিত। প্রোটিয়া তারকার এক হাতে নেওয়া ক্যাচটি নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরাদের মধ্যে বিবেচিত হবে।
ইংল্যান্ড ইনিংসের ৯.৬ ওভারে এডেন মার্করামের বল অফসাইডে চিপ করে সিঙ্গল নেওয়ার চেষ্টায় ছিলেন মইন আলি। বল হাওয়ায় ভেসে যায়। নিজের বাঁ-দিকে দৌড়ে এসে শূন্য শরীর ছুঁড়ে এক হাতে ক্যাচ ধরে নেন স্টাবস।
সঙ্গত কারণেই এমন দুর্দান্ত ক্যাচ ধরার পরে স্টাবসকে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস ছিল বাঁধনছাড়া। ক্যাচটি এতটাই মোহিত করে সকলকে যে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় সেটির ভিডিয়ো পোস্ট করে অন্যতম সেরার তকমা দিয়ে দেয়।
আরও পড়ুন:- IND vs PAK: পাক বোলিংকে ছারখার করলেন মন্ধনা, চিরশত্রুদের গোহারান হারিয়ে লিগ শীর্ষে ভারত
স্টাবসের এমন অনবদ্য ফিল্ডিং অবশ্য ব্যর্থ হয়নি। কেননা দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় ইংল্যান্ডকে। সেই সঙ্গে তারা তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়।
আরও পড়ুন:- মাইলস্টোন ম্যাচে হ্যাটট্রিক হরমনপ্রীতের, ঘানার ১১ জন খেলোয়াড়কে ১১ গোলের মেডেল পরাল ভারত
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।