ইংল্যান্ডের মাটিতে পরপর ২ টেস্টে হেরেছে নিউজিল্যান্ড। অথচ দাপট দেখিয়ে চলেছেন কিউয়ি তারকা ডারিল মিচেল। যে দু'টি টেস্টে নিউজল্যান্ড হেরেছে, সেই ২ টেস্টে তো বটেই, চলতি টেস্টেও শতরান করে ফেললেন ডারিল মিচেল। সেই সঙ্গে অন্য দেশে গিয়ে একটি সিরিজেই তিনটি সেঞ্চুরি করার নজির গড়লেন মিচেল।
১৩তম প্লেয়ার হিসেবে এই নজির তিনি গড়লেন। তবে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান এবং কেএল রাহুলের এই নজির দু'বার রয়েছে। অর্থাৎ তাঁরা দু'টি সিরিজে তিনটি শতরানের রেকর্ড করেছেন।
আরও পড়ুন: টি-২০তে ২০ ওভারে ভারতের ১৭৯ রান, টেস্টে সেটা টক্কর দিলেন বেয়ারস্টো-স্টোকস
প্রথম টেস্টে নিউজিল্যান্ড ৫ উইকেটে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৮ করেছিলেন ডারিল মিচেল। এ ছাড়াও ৯৬ করেছিলেন টম ব্লান্ডেল। কিন্তু সেই টেস্টে কিউয়ি ব্রিগেড হার বাঁচাতে পারেনি।
আরও পড়ুন: নটিংহ্যাম টেস্ট জিতেও ICC-র শাস্তির মুখে ইংল্যান্ড, কেটে নেওয়া হল WTC পয়েন্ট
দ্বিতীয় টেস্টে আবার প্রথম ইনিংসেই ১৯০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন মিচেল। এই ইনিংসেই টম ব্লান্ডেল করেছিলেন ১০৬ রান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৫৫৩ রানের বড় স্কোর গড়েছিল। তবু শেষ পর্যন্ত এই ম্যাচটিও ইংল্যান্ড ৫ উইকেটে জিতে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।