দ্বিতীয় ওয়ানডে-তে আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ের সময় তিনি বাঁ-হাঁটুতে চোট পান এবাদত হোসেন চৌধুরি। ফলে বাংলাদেশে, আফগানদের চলতি সফরে আর খেলা হবে না টাইগার পেসারের।
ছিটকে গেলেন এবাদত হোসেন।
শুভব্রত মুখার্জি: দেশের মাটিতে রশিদ খানদের দেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হারতে হয়েছে বাংলাদেশকে। সিরিজের মাঝেই ওয়ানডেতে টাইগারদের অধিনায়ক তামিম ইকবালের অবসর নেওয়া নিয়েও চলেছে বিস্তর নাটক। আর এমন আবহেই ফের খারাপ খবর এল টাইগারদের জন্য। হাঁটুর চোট গুরুতর হওয়ার কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন দলের অন্যতম প্রিমিয়র পেসার এবাদত হোসেন।
তবে আফগানিস্তানের বিপক্ষে শুধুমাত্র টি-২০ সিরিজ নয়, শেষ ওয়ানডে ম্যাচেও খেলা হবে না তাঁর। পাশাপাশি গোটা টি-২০ সিরিজ থেকেই ছিটকে গেলেন এবাদত হোসেন চৌধুরি। দ্বিতীয় ওয়ানডে-তে আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ের সময় তিনি বাঁ-হাঁটুতে চোট পান। ফলে বাংলাদেশে, আফগানদের চলতি সফরে আর খেলা হবে না টাইগার পেসারের।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি রবিবার নিশ্চিত করেছে এবাদতের টি-২০ সিরিজ এবং শেষ ওয়ানডে থেকে ছিটকে যাওয়ার খবরটি। চোটের গুরুত্ব বুঝে আর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তারা ইতিমধ্যেই চোটের অবস্থা বুঝতে এমআরআই করিয়েছে। দলের ফিজিয়ো মুজাদ্দেজ আলফা জানিয়েছেন, জাতীয় দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন এবাদত হোসেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।