East Bengal vs Wari AC Live Streaming: সোমবার কলকাতা ফুটবল লিগের ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। যা চলতি মরশুমে লাল-হলুদ শিবিরের ষষ্ঠ ম্যাচ।
আজ কলকাতা ফুটবল লিগে ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। (ফাইল ছবি, সৌজন্যে East Bengal FC)
আজ কলকাতা ফুটবল লিগের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। লিগ তালিকায় নীচের দিকে থাকা ওয়ারি অ্যাটলেটিক ক্লাবের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠেই সেই ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। দুপুর তিনটে থেকে ম্যাচ শুরু হবে। যাঁরা মাঠে ম্যাচ দেখতে যাবেন, তাঁরা তো গ্যালারি থেকেই সরাসরি খেলা দেখতে পারবেন। কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবস, জুলাইয়ের শেষদিন, আয়কর রিটার্ন দাখিলের শেষদিনে নিশ্চয়ই অনেকের মাঠে গিয়ে খেলা দেখার সময় হবে না। তবে বাড়ি বা অফিসে বসেই তাঁরা সরাসরি ম্যাচ দেখতে পারবেন। অনলাইনে ‘inSportsTV’ অ্যাপে ইস্টবেঙ্গল বনাম ওয়ারি অ্যাটলেটিক ক্লাবের ম্যাচ দেখতে পাবেন। সেইসঙ্গে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ তো আছে। খেলা দেখার সময় না হলেও ফাঁকে-ফাঁকে খেলার টাটকা আপডেট, লাইভ স্কোর দেখে নিতে পারবেন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র লাইভ ব্লগ থেকে।
১) ফোনে ‘গুগল প্লে স্টোর’ (Google Play Store) অ্যাপে ক্লিক করতে হবে। সেই অ্যাপ খুলে গেলে ‘inSportsTV’ লিখে সার্চ করুন। দেরি না করে ‘inSportsTV’ অ্যাপ ইনস্টল করে নিন। ইনস্টল করার পর সেই অ্যাপ খুলতে হবে। সেজন্য ‘Open’-র অপশন পাবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।