এই বছরের শুরুতে, ভারতের অন্যতম তারকা উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক প্রায় তিন বছর জাতীয় দল থেকে দূরে থাকার পর ফের একটি চমকপ্রদ প্রত্যাবর্তন করেছেন। কার্তিক ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ফিনিশার হিসেবে ধারাবাহিক পারফরম্যান্স করেছিলেন। যা শেষ পর্যন্ত যা তাঁকে টিম ইন্ডিয়াতে জায়গা দেয়। ৩৭ বছরের এই ক্রিকেটারকে জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের জন্য ডাকা হয়েছিল। এবং তার পর থেকে তিনি এখনও পর্যন্ত সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতের সব ম্যাচে দলে রয়েছেন।
আরও পড়ুন: স্পিনের বিরুদ্ধে সমস্যা মিটল? নেটে চাহালদের পেটালেন বিরাট- ভিডিয়ো
যদিও জাতীয় সেটআপে কার্তিকের অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখার পর এটা প্রমাণিত যে, বয়স কোনও বাধা নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্য একজন ভারতীয় ক্রিকেটার, যিনি বুধবার দাবি করেছেন যে, তিনি তাঁর বয়স সম্পর্কে মন্তব্য শুনতে শুনতে তিনি ‘ক্লান্ত’। শেলডন জ্যাকসন, সৌরাষ্ট্রের অন্যতম প্রধান উইকেটরক্ষক-ব্যাটার, ভারতের ‘এ’ স্কোয়াড থেকে বাদ পড়ার পরে তার অফিসিয়াল টুইটার প্রোফাইলে যে মন্তব্য করেছেন, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: কোহলির সঙ্গে বাবর-ওয়ার্নার-উইলিয়ামসন-রুটের তুলনা আমাকে হতবাক করেছে- রবি শাস্ত্রী
৩৫ বছর বয়সী এই ব্যাটার কিছুটা ব্যাঙ্গ এবং শ্লেষ মিশিয়ে টুইটারে লিখেছেন, ‘আমার বিশ্বাস করার এবং স্বপ্ন দেখার অধিকার আছে যে, আমি যদি একটানা ৩টি মরশুম পারফর্ম করে থাকি, তবে বয়স নয়, আমার পারফরম্যান্সের ভিত্তিতে আমি বাছাই হতে পারি। এই কথা শুনে শুনে ক্লান্ত যে, আমি একজন ভালো খেলোয়াড় এবং পারফর্মার কিন্তু আমি বৃদ্ধ, আমার বয়স ৩৫, ৭৫ নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।