দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় শাটলাররা। ইতিমধ্যে মিক্সড টিম ইভেন্টে পদক নিশ্চিত করে ফেলল ভারত। সিঙ্গাপুরকে ৩-০ ব্যবধানে উড়িয়ে ভারত পৌঁছে গিয়েছে ফাইনালে। স্বাভাবিক ভাবেই গোটা ভারত এখন ব্যাডমিন্টন থেকে সোনা জয়ের অপেক্ষা করছে।
পুরুষদের ডাবলসে প্রথমে ভারতকে জয় এনে দেয় সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। খেলার ফল ২১-১১, ২১-১২। এর পর দু'বারের অলিম্পিক্সে পদকজয়ী পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসে বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বরে থাকা জিয়া মিন ইয়েওকে হারিয়ে দেন। খেলার ফল ২১-১১, ২১-১২।
আরও পড়ুন: টোকিয়ো-তে পারেননি, কমনওয়েলথেও পারলেন না, ফের বাংলাকে হতাশ করলেন প্রণতি
পুরুষদের সিঙ্গলসে বিশ্বের ১০ নম্বর লক্ষ্য সেন বড় জয় ছিনিয়ে নেয়। লক্ষ্যের সামনে ছিলেন বিশ্বের ৯ নম্বর তারকা তথা বিশ্বচ্যাম্পিয়ন লো কিয়ান ইউ। প্রথম গেমে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ লড়াই হয়। তবে লক্ষ্য জয় ছিনিয়ে নেন। পরের গেমে আগাগোড়া দাপট বজায় রাখেন তিনি। ২১-১৮, ২১-১৫-তে বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নেয় ভারতের তরুণ শাটলার। প্রসঙ্গত, সোনা জয়ের ম্যাচে ভারত মুখোমুখি হবে মালয়েশিয়ার।
আরও পড়ুন: চতুর্থ দিনে জুডোয় জোড়া পদক ভারতের, ভারোত্তলনে ব্রোঞ্জ হরজিন্দরের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।