কখনও ব্যাট হাতে দলকে উদ্ধার করছেন। কখনও আবার বল হাতে বিপক্ষকে গুড়িয়ে বড় জয় এন দিচ্ছেন। আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের ম্যাচ প্র্যাক্টিস ভালো ভাবেই সেরে নিচ্ছেন মাইকেল ব্রেসওয়েল। সেই সঙ্গে গড়ে চলেছেন নজিরও।
বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করে ফেলেন ব্রেসওয়েল। সেই সঙ্গে তিনি গড়ে ফেলেছেন নতুন নজির। তৃতীয় কিউয়ি বোলার হিসেবে মাইকেল ব্রেসওয়েল হ্যাটট্রিক করে ফেললেন। সেই সঙ্গে আয়ারল্যান্ডকে একশো রানের গণ্ডিও টপকাতে দিল না নিউজিল্যান্ড।
আরও পড়ুন: আইরিশদের হোয়াইটওয়াশ করে ICC সুপার লিগ টেবিলে পাকিস্তানকে টপকে গেল নিউজিল্যান্ড
এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জ্যাকব ওরাম হ্যাটট্রিক করেছিলেন। ২০১০ সালে টিম সাউদি আবার পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। এর ১২ বছর পর ব্রেসওয়েল আয়ারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন।
মাইকেল ব্রেসওয়েল আন্তর্জাতিক ক্রিকেটের এক ইনিংসে ১ ওভারের কম বোলিং করার পরেও ৩ বা তার বেশি উইকেট নেওয়া প্রথম প্লেয়ার হয়েছেন। এ দিন ব্রেসওয়েল ৫ বলে ৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।
আরও পড়ুন: রূপকথার ম্যাচে মাত্র ১ রানে হার, 'অবিশ্বাস' গ্রাস করল আইরিশদের ডাগ আউটকে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।