Bangladesh vs Ireland Mirpur Test: প্রথম ইনিংসের নিরিখে বড় ব্যবধানে পিছিয়ে পড়া আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে।
শতরানের পরে মুশফিকুর রহিম। ছবি- এএফপি।
ভরসা সেই শাকিব-মুশফিকুর। বাংলাদেশ ক্রিকেট দলকে দীর্ঘদিন ধরে ব্য়াট হাতে নির্ভরতা দিয়ে আসছেন দুই অভিজ্ঞ তারকা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মীরপুর টেস্টেও তার ব্যতিক্রম হল না। অবশ্য মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস দলের ব্যাটিংয়ে নিজেদের অবদান রাখার চেষ্টা করেন। তবে প্রথম ইনিংসে বাংলাদেশ বড়সড় লিড নিতে সক্ষম হয় মুশফিক-শাকিবের জন্যই।
আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৩৪ রান তোলে। দ্বিতীয় দিনে তার পর থেকে ব্যাট করতে নেমে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৬৯ রানে।
অনবদ্য শতরান করেন মুশফিকুর রহিম। তিনি ১৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬৬ বলে ১২৬ রান করে আউট হন। এটি মুশফিকুরের টেস্ট কেরিয়ারের ১০ নম্বর সেঞ্চুরি। এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন তামিম ইকবালকে। বাংলাদেশের হয়ে টেস্টে সব থেকে বেশি ১১টি শতরান করেছেন মোমিনুল হক। সুতরাং, আর একটি টেস্ট সেঞ্চুরি করলেই মোমিনুলের সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলবেন মুশফিক।
আগ্রাসী ব্যাটিং করেন শাকিব আল হাসান ও লিটন দাস। শাকিব ১৪টি বাউন্ডারির সাহায্যে ৯৪ বলে ৮৭ রান করে আউট হন। হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন লিটন। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন।
৭ নম্বরে ব্যাট করতে নেমে অর্ধশতরান পূর্ণ করেন মেহেদি হাসান মিরাজ। তিনি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮০ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।
আয়ারল্যান্ডের হয়ে ২৮ ওভার বল করে ১১৮ রানের বিনিময়ে একাই ৬টি উইকেট দখল করেন অ্যান্ডি ম্যাকব্রায়েন। ২টি করে উইকেট নেন মার্ক আডায়ার ও বেন হোয়াইট।
প্রথম ইনিংসের নিরিখে ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। তবে তারা দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। একসময় মাত্র ১৩ রানে ৪ উইকেট হারিয়ে বসা আয়ারল্যান্ড দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ২৭ রান তোলে। সুতরাং, এখনও তারা পিছিয়ে ১২৮ রানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।