বাংলা নিউজ > ময়দান > India's unbeaten ODI series streak ends: ঘরে টানা ২৬ ODI সিরিজে অপরাজেয় ভারতের ‘দৌড়’ থামাল অজিরা, ২০১৬-তে রুখেছিল ১৮-তে
পরবর্তী খবর
India's unbeaten ODI series streak ends: ঘরে টানা ২৬ ODI সিরিজে অপরাজেয় ভারতের ‘দৌড়’ থামাল অজিরা, ২০১৬-তে রুখেছিল ১৮-তে
1 মিনিটে পড়ুন Updated: 22 Mar 2023, 10:57 PM ISTAyan Das
Australia ends India's unbeaten ODI series streak: গত ১৪ বছরে ঘরের মাঠে ভারত পাঁচটি একদিনের সিরিজ হেরেছে। তিনবারই হারতে হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। গত সাত বছরে ভারত ঘরের মাঠে যে দুটি একদিনের সিরিজ খুইয়েছে, সেই দুটিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হয়েছে।
চার বছর আগে ঘরের মাঠে একটানা একদিনের সিরিজে অপরাজিত থাকার ধারায় ইতি টেনেছিল অস্ট্রেলিয়া। এবারও ঘরের মাঠে ভারতের একটানা একদিনের সিরিজ অপরাজিত থাকার ধারায় ‘ফুলস্টপ’ বসিয়ে দিলেন অজিরা। বুধবার চেন্নাইয়ের তৃতীয় একদিনের ম্যাচে হেরে সিরিজ খোয়ানোর ফলে ২০১৯ সাল থেকে ঘরের মাঠে যে লাগাতার একদিনের সিরিজে অপরাজিত ছিল ভারত, তাতে ইতি পড়ল। ঘরের মাঠে ২৬ টি টানা একদিনের সিরিজে অপরাজিত থাকার (২৪ সিরিজে জয়ে, দুটি অমীমাংসিত) পর ২৭ নম্বর সিরিজে হারতে হল ভারতকে।
২০১৬ সালে ভারত যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ‘রানের ফোয়ারার’ সিরিজে হেরেছিল, তখন ঘরের মাঠে একটানা একদিনের সিরিজে অপরাজিত থেকে আসছিল ভারত। ঘরের মাঠে একটানা ১৯ টি সিরিজ অপরাজিত থাকার যে স্বপ্ন ছিল, সেটা থমকে গিয়েছিল অস্ট্রেলিয়ার সামনে। সেই সিরিজে ৩-২ ব্যবধানে হেরে গিয়েছিল ভারত। ফলে ঘরের মাঠে একটানা সিরিজ অপরাজিত তালিকা দীর্ঘায়িত হয়নি। ১৮-তেই থেমে গিয়েছিল ভারত। অর্থাৎ গত সাত বছরে ভারত ঘরের মাঠে যে দুটি একদিনের সিরিজ খুইয়েছে, সেই দুটিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৪ বছরে ঘরের মাঠে ভারত পাঁচটি একদিনের সিরিজ হেরেছে। তিনবারই হারতে হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-২ ব্যবধানে হেরেছিল ভারত। ২০১২-১৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে হেরেছিল। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে একদিনের সিরিজ হাতছাড়া হয়েছিল ভারতের। পরের বছরই অজির বিরুদ্ধে হারতে হয়েছিল। এবার ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ হেরে গেল টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।