ওভালে অ্যাশেজের পঞ্চম টেস্টে কোনও রকমে ১২ রানের লিড নিয়ে প্রথম ইনিংসের অভিযান শেষ করে অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ফের ছড়ি ঘোরায়। ফের একবার আগ্রাসী ব্যাটিংয়ে বড়সড় ইনিংস গড়ে তোলেন বেন স্টোকসরা। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, সেখান থেকে শেষ ইনিংসে রান তাড়া করা মোটেও সহজ হবে অস্ট্রেলিয়ার।
ইংল্যান্ডের ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৯৫ রানে অল-আউট হওয়া মাত্রই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। তৃতীয় দিনের শুরু থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা রীতিমতো ওয়ান ডে-র গতিতে রান সংগ্রহ করে।
যদিও নিয়মিত ব্যবধানে উইকেটও খোয়াতে থাকে ইংল্যান্ড। নিশ্চিত শতরান হাতছাড়া করেন জো রুট। হাফ-সেঞ্চুরি করেন ওপেনার জ্যাক ক্রলি। বেশ কিছুদিন পরে পরিচিত ছন্দে রান সংগ্রহ করেন জনি বেয়ারস্টো। তিন অঙ্কের রানে পৌঁছনোর সুযোগ ছিল ব্রিটিশ উইকেটকিপারের সামনেও। তবে তিনিও হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে আউট হয়ে বসেন।
আরও পড়ুন:- Stuart Broad retirement: জিমি হলেন না ব্রড, অ্যাশেজে তুখোড় ফর্মে থাকার মধ্যেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা
তৃতীয় দিনের শেষে ইংল্য়ান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৩৮৯ রান তোলে। সুতরাং, প্রথম ইনিংসের খামতি বাদ দিয়ে তারা এগিয়ে রয়েছে ৩৭৭ রানে। শেষ উইকেটের জুটিতে আরও কিছু রান যোগ করতে পারে ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটার স্টুয়ার্ট ব্রড (২) ও জেমস অ্যান্ডারসন (৮)।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি ৯১ রান করেন জো রুট। ১০৬ বলের দাপুটে ইনিংসে তিনি ১১টি চার ও ১টি ছক্কা মারেন। ১০৩ বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলেন বেয়ারস্টো। তিনি ১১টি চার মারেন। জ্যাক ক্রলি ৭৬ বলে ৭৩ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন। তিনি ৯টি চার মারেন।
আরও পড়ুন:- মায়ামির মেসি যখন মার্ভেলের থর, লিওর নতুন সেলিব্রেশনের রহস্য ফাঁস করলেন স্ত্রী অ্যান্তোনেলা
এছাড়া বেন ডাকেট ৫৫ বলে ৪২ রান করেন। তিনি ৭টি চার মারেন। ৬৭ বলে ৪২ রান করেন বেন স্টোকস। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ৬ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন হ্যারি ব্রুক। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ২৯ রান করেন মইন আলি। ক্রিস ওকস ৫ বলে ১ ও মার্ক উড ১১ বলে ৯ রানের যোগদান রাখেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।