বৃহস্পতিবার (৫ মে) মাদ্রিদের ক্লে কোর্টে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের বিরুদ্ধে, নিজের কেরিয়ারে ৩৭তম বার মুখোমুখি হওয়ার কথা ছিল প্রাক্তন এক নম্বর তারকা অ্যান্ডি মারের। ম্যাচ ঘিরে উত্তেজনাও ছিল চরমে। তবে সে গুড়ে বালি।
শারীরিক অসুস্থতার জেরে মারে মাদ্রিদ ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। জকোভিচের বিরুদ্ধে কোর্টে নামা হচ্ছে না তাঁর। সোশ্যাল মিডিয়ায় টুর্নামেন্টের আয়োজক কর্তারা এক বিবৃতিতে জানান, ‘দুর্ভাগ্যবশত অ্যান্ডি মারে অসুস্থতার জেরে ম্যানোলো সান্টানা স্টেডিয়ামে নিজের ম্যাচ খেলতে নামতে পারছেন না। পরিবর্তে আন্দ্রে রুবলভ ও ড্যানিয়েল ইভান্সের ম্যাচ দিয়ে সেন্টার কোর্টে আজকের খেলা শুরু হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।