Rain forecast amid heatwave till 7th May: ২ দিন পরে কমবে গরম! কবে থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়? আগে কোথায় চলবে? Updated: 02 May 2024, 01:29 AM IST Ayan Das দু'দিন পরেই দক্ষিণবঙ্গে কমবে গরম। বৃহস্পতিবার কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। কবে থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে? তারও আগে কবে থেকে বৃষ্টি চলবে? জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৭ মে পর্যন্ত কবে ও কোন জেলায় বৃষ্টি হবে?