বিশ্বব্যাপী সবচেয়ে খারাপ পাসপোর্ট পাকিস্তানের। হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, পাকিস্তান সবচেয়ে খারাপ পাসপোর্ট হিসেবে নীচের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে। গত চার বছর ধরে এই অবস্থান ধরে রেখেছে পাকিস্তান। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে, ইয়েমেনের পাশাপাশি পাকিস্তানের পাসপোর্ট ১০০ তম স্থানে রয়েছে। পাকিস্তানের পাসপোর্ট থাকলে মাত্র ৩৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায়।
আরও পড়ুন: (Chile Case: কোম্পানির ভুল, কর্মচারীর আনন্দের শেষ নেই! ৩৩০ গুণ বেশি বেতন পেয়ে পলাতক কর্মী)
সবচেয়ে খারাপ পাসপোর্টের নিরিখে পাকিস্তান শুধুমাত্র ইরান, সিরিয়া এবং আফগানিস্তানের থেকে এগিয়ে। ইরানের র্যাঙ্কিং ১০১, সিরিয়ার র্যাঙ্কিং ১০২ এবং আফগানিস্তানের পাসপোর্টকে বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই দেশের পাসপোর্টের র্যাঙ্কিং ১০৩। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফগানিস্তানের পাসপোর্টের মাধ্যমে ভিসা ছাড়া মাত্র ২৬টি দেশে প্রবেশ করা যায়। এটি গত ১৯ বছরের ইতিহাসে সর্বনিম্ন স্কোর।
শক্তিশালী পাসপোর্টের দিক থেকে শীর্ষে কোন দেশ
- শক্তিশালী পাসপোর্টের দিক থেকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর পাসপোর্টের মাধ্যমে ভিসা ছাড়াই ১৯৫ দেশে প্রবেশ করতে পারবেন।
- দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি, ইতালি, জাপান, ফ্রান্স ও স্পেন। তাদের পাসপোর্টের মাধ্যমে ১৯২ দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন।
- তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন, যাদের পাসপোর্ট থাকলে ১৯১ দেশে ভ্রমণ করা যায়।
- চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ড। এই দেশগুলোর পাসপোর্টের মাধ্যমে ১৯০ দেশে ভ্রমণ করতে পারবেন।
আরও পড়ুন: (Heatwave Report: এই গ্রীষ্মে ভারতে ৪০ হাজার আক্রান্ত হয়েছেন হিটস্ট্রোকে, মৃত্যুও অনেকের! উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ)
সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের নিরিখে অষ্টম স্থানে রয়েছে আমেরিকা। এই দেশের পাসপোর্ট হাতে ১৮৬ দেশে ভিসা ফ্রি ভ্রমণ সম্ভব। প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)। ৬২ নম্বর অবস্থান থেকে নয় নম্বরে চলে এসেছে এই দেশ। সংযুক্ত আরব আমিরশাহির পাসপোর্টের মাধ্যমে ভিসা ছাড়াই ১৮৫ দেশ ভ্রমণ করা যায়। এক প্রেস রিলিজে, হেনলি অ্যান্ড পার্টনার্সের সিইও জুয়ের্গ বলেছেন যে সংযুক্ত আরব আমিরশাহির এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি সেখানকার সরকারের সমন্বিত প্রচেষ্টার ফল।
আরও পড়ুন: (World Hottest Day: গত রবিবার ছিল পৃথিবীর উষ্ণতম দিন)
ভারতের অবস্থান কোথায়
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারত আপাতত এক স্থান পিছিয়ে গিয়েছে। হেনলি পাসপোর্ট সূচক ২০২৪-এ ৮২ নম্বরে রয়েছে ভারত। ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই মাত্র ৫৮ দেশে প্রবেশ করতে পারবেন।