
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ছত্তিসগড়ের স্কুল ছাত্র সহদেব। তারই গান 'বচপন কা পেয়ার' ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরেই রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হয় সে। এবার সাফল্যের জন্য অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল স্বয়ং। সহদেবের পাশে দাঁড়িয়ে গান শুনতে দেখা গেল তাঁকে। নিজেই টুইট করলেন সেই ভিডিয়ো। লিখলেন, 'বচপন কা পেয়ার, বাহ!'
ভিডিয়োটিতে মুখ্যমন্ত্রী ও তাঁর সহযোগীদের সঙ্গে দাঁড়িয়ে নিজের ভাইরাল গান গানতে দেখা গিয়েছে সহদবেকে। একপাশে দাঁড়িয়ে সহদেবের বাবাও। জানা গিয়েছে, অভিনন্দন জানানোর পর মুখ্যমন্ত্রী নিজেই সহদেবকে তার ভাইরাল গান একটুখানি গেয়ে শোনাতে অনুরোধ করেন। সেই মতোই গান গেয়ে শোনায় সহদেব।
ছত্তিশগড়ের নকশাল প্রভাবিত সুকমা জেলায় বাড়ি সহদেবের। সেই সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকেই হঠাত্ ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় সে। মোবাইলে তোলা এক ভিডিয়োয় তাকে জোর গলায় বচপন কা পেয়ার গাইতে দেখা যায়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এমনকি বলিউডের গায়ক বাদশা-ও বচপন কা পেয়ার গানটির প্রশংসা করেন। তিনি নিজেও এই গানের সঙ্গে ডুয়েট করার জন্য সহদেবের সঙ্গে ভিডিয়ো কল করেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports