গত ২ বছর কোভিডের জেরে আয়োজিত হয়নি হোয়াইট হাউসে দিওয়ালির উদযাপন। তবে এই বছর তা আয়োজিত হয়। এবার মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের তত্ত্বাবধানে তা আয়োজিত হয়। উল্লেখ্য, মার্কিন বিদেশ সচিব তাঁর ভাষণে তুলে ধরেন ধর্মীয় স্বাধীনতার গুরুত্ব। তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা মার্কিন যুক্তরাষ্ট্রে মৌলিক অধিকারের অংশ। এই প্রসঙ্গেই উঠে আসে বজরংবলী নিয়ে তাঁর বক্তব্য।
মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘৫০০ বছরের পুরনো চুরি যাওয়া একটি হনুমানজির মূর্তি উদ্ধার হয়েছে, যিনি হিন্দু দেবতা, সেই মূর্তি ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে।’ তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতীয় ল এনফোর্সমেন্ট এজেন্টরা মিলে এই উদ্যোগে সামিল হয়ে তা উদ্ধার করে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জি কিষেণ রেড্ডিও এই মূর্তি উদ্ধার সম্পর্কে জানান। এক টুইটে তিনি জানিয়েছিলেন যে, তামিলনাড়ুর মন্দির থেকে চুরি হওয়া এক ৫০০ বছরের পুরনো হনুমানজির ব্রোঞ্জের মূর্তি প্রত্যাবর্তনের পর হয়ে ভারতে এসেছে। তাঁর টুইটে কিষেণ রেড্ডি এও জানান, যে কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজোড়া হেরিটেজকে রক্ষা করতে উদ্যোত হয়েছে। ধর্মীয় মতকে সম্মান জানানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগকে তিনি স্বাগত জানান।
পাক ড্রোন ধ্বংসে সীমান্ত জুড়ে বসছে অ্যাকোয়া জ্যামার! ভারতীয় সেনার নয়া কৌশল