উৎকর্ষ আনন্দমাফিয়া ডন, দাউদ ঘনিষ্ঠ গ্যাংস্টার আবু সালেম। ২৫ বছর জেল খাটার পরে তাকে কি মুক্তি দেওয়া হবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার কাছ থেকে হলফনামা চেয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তিনি তা দিতে পারেননি। এনিয়ে মঙ্গলবার অসন্তোষ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। এদিকে সূত্রের খবর, ২০০২ সালে তৎকালীন উপ প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পর্তুগালের কোর্টে এনিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন।বিচারপতি সঞ্জয় কিষান কাউল ও এমএম সুন্দরেশের ডিভিশন বেঞ্চ ১৮ এপ্রিলের মধ্যে এই হলফনামা দেওয়ার জন্য শেষ সুযোগ দিয়েছে। এদিকে সলিসিটর জেনারেল তুষার মেহেতা আর একবার সুযোগ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। বিষয়টিকে কমিউনিকেশন গ্যাপ বলেও তিনি উল্লেখ করেছেন। আদালতের তরফে জানানো হয়েছে, হলফনামাটা এখনও জমা পড়েনি। তিনি মৌখিকভাবে এটা দিতে চান কি না তা জিজ্ঞাসা করুন। আসলে আবু সালেমের মুক্তি কবে হবে তা নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে চাইছে আদালত। এদিকে পর্তুগালের সঙ্গে প্রত্যার্পণের সময় আদবানি প্রতিশ্রুতি দিয়েছিলেন ২৫ বছর জেল খাটার পরে তাকে আর কারাবন্দি রাখা হবে না। তাকে মৃত্যুদন্ডও দেওয়া হবে না।বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে সে।২০০৫ সালে পর্তুগাল থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল তাকে। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ মামলা ও ১৯৯৫ সালে মুম্বইয়ের ব্যবসায়ী হত্যায় নাম জড়িয়েছিল তার।