বাংলা নিউজ > ঘরে বাইরে > IAS Puja Khedkar: 'আর ট্রেনিং নিতে হবে না, অ্য়াকাডেমিতে চলে আসুন,' ট্রেনি আইএএস পূজা ফের বিপাকে
পরবর্তী খবর
পূজা খেদকার। প্রবেশনারি আইএএস অফিসার। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি তাঁর ক্ষমতা ও সুযোগ সুবিধার অপব্যবহার করছেন। ফের তাঁকে ডেকে পাঠানো হল লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশানাল আকাদেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে। মুসৌরিতে রয়েছে এই অ্যাকাডেমি। আপাতত তাঁর প্রশিক্ষণকে স্থগিত রাখা হয়েছে। এর আগে তাঁকে পুনে থেকে ওয়াসিমে বদলি করা হয়েছিল। এবার তাঁকে ডেকে পাঠানো হল আইএএস অ্য়াকডেমিতে। তাঁর বিরুদ্ধে বিশেষভাবে সক্ষম ও ওবিসি সংক্রান্ত সার্টিফিকেট কারচুপি করার অভিযোগ উঠেছিল। এবার সেই আইএএস পূজাকে ডেকে পাঠানো হল পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য।