ক্রিকেটার হিসাবে তাঁর অবদান ভারতে আছে একাধিক। তারপর সরাসরি রাজনীতিতে চলে আসা। আর পোড়খাওয়া চারবারের জেতা সাংসদকে হারিয়ে নিজে সাংসদ হওয়া। এই সফরও দেখেছে বাংলার মানুষ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুরের মতো কঠিন আসন থেকে জিতে এসেছেন তিনি। এখন লোকসভার সাংসদ। হ্যাঁ, তিনি ইউসুফ পাঠান। যাঁর গায়ে তকমা রয়েছে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার হিসাবে। এবার অন্য এক রূপে ধরা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠান। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
তবে কোনও বিতর্ক নয়। আবার রাজনীতি কিংবা খেলার মাঠের খবরও নয়। তৃণমূল কংগ্রেসের বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান এবার তীর্থে গেলেন। অর্থাৎ তিনি এখন তীর্থযাত্রী। দেশ এবং বাংলার মঙ্গল কামনায় পৌঁছে গিয়েছেন মক্কায়। যেখানে তিনি হজ করবেন। তাই সেখানকার সমস্ত রীতিনীতি মেনে হয়ে গেলেন হজযাত্রী। রাজনীতিকে ক্ষণিকের বিরতি দিয়ে এবার তীর্থে চলে গেলেন ইউসুফ পাঠান। আর নিজের হজযাত্রার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে গেল।
আরও পড়ুন: অধুনা মেয়রের ‘পাদুকা জোড়া’ পরে বাড়ি ফিরলেন প্রাক্তন মেয়র, শিলিগুড়ি তোলপাড়
সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন ইউসুফ পাঠান তাতে একেবারে অন্য লুক রয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ইউসুফ মাথা মুণ্ডন করেছেন। আর মক্কায় হজযাত্রায় গিয়ে একেবারে ফুরফুরে মেজাজে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তাঁর পরনে সাদা রংয়ের ধর্মীয় পোশাক। এখানে আসা সকল হজযাত্রীদের সঙ্গে ভিড়ে মিশে গিয়েছেন বহরমপুরের সাংসদ। ইউসুফের সঙ্গে আছেন তাঁর ছেলেও। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাংসদ ইউসুফ পাঠান লিখেছেন, ‘পরিবারের সঙ্গে আমার উমরাহ করার সৌভাগ্য হয়েছে। আল্লা আমাদের আশীর্বাদ করুন। আর সমস্ত অশুভ শক্তি থেকে আমাদের রক্ষা করুন।’