খার্তুমে প্রেসিডেন্টের প্রাসাদ বিপক্ষের প্যারামিলিটারি Rapid সাপোর্ট ফোর্সের হাত থেকে ছিনিয়ে নিল সুদানের সেনা। বিবিসির প্রতিবেদন অনুসারে তেমনটাই জানা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত কিছু ভিডিয়ো ঘুরছে। সেই সঙ্গে বিবিসি কিছু ভিডিয়ো যাচাই করেছে। সেখানে দেখা গিয়েছে খুশিতে আত্মহারা সুদানের সেনা। তারা প্রাসাদের মধ্য়ে ঢুকে বন্দুক নিয়ে নাচতে শুরু করেন। কয়েকজন হাঁটু গেড়ে প্রার্থনায় বসে পড়েন।
এদিকে আরএসএফ এর আগে রাজধানীর দখল নিয়েছিল। তবে এবার সেই আরএসএফকে সরিয়ে ফের রাজধানীর নিয়ন্ত্রণ নিতে এগিয়ে এল সেনা। তবে এনিয়ে আরএসএফে মন্তব্য মেলেনি।
স্টেট টিভিতে আর্মির মুখপাত্র নাবিল আবদ্দালাহ জানিয়েছেন, সেনা প্রাসাদের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে। মধ্য় খারতোয়ুমে মন্ত্রকের বিল্ডিংগুলিও সেনা নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
আবদাল্লাহ জানিয়েছেন, আমাদের ফোর্স শত্রু যোদ্ধাদের পুরো সরিয়ে দিয়েছে তাদের বিরাট অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। জয় পুরোপুরি না আসা পর্যন্ত এই লড়াই চলবে।
এদিকে খার্তুমে গৃহযুদ্ধ শুরু হয়েছিল প্রায় বছর দুয়েক আগে। যুদ্ধের প্রথম থেকেই আরএসএফ রাজধানীর একটা বড় অংশ দখল করে নিয়েছিল। তবে ফের খারতোউমের দখল নিজের হাতে নেওয়াটা সুদানের আর্মির কাছে বড় প্রাপ্তি। মধ্য সুদানেরও একটা বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সুদানের সেনা।