কাশ্মীরে একের পর এক এনকাউন্টার। গুড়িয়ে যাচ্ছে জঙ্গি ডেরা। তার মধ্য়ে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার ক্য়াবিনেট কমিটির মিটিংয়ে বসলেন। বৃহস্পতিবার বিকালে এই বৈঠক হয়। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে জম্মু ও কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলা। এই মিটিংয়ের আগেই খবর আসে ডোডা জেলায় দুজন সেনা জওয়ান এনকাউন্টারের সময় আহত হয়েছেন। এদিকে ওই এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে এই খবর পাওয়ার পর থেকেই সেনা বাহিনী ওই এলাকায় পুরোদমে অভিযানে নেমেছে।
গত মাসেই প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মিটিংয়ে বসেছিলেন। ফের তিনি বৃহস্পতিবার দুপুরে এনিয়ে মিটিংয়ে বসেন।
তিনি অমিত শাহ, রাজনাথ সিং, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, লেফটেনান্ট গভর্নর মনোজ সিনহা সহ কয়েকজনের সঙ্গে গোটা পরিস্থিতি সম্পর্কে কথা বলেন।সূত্র মারফৎ এনডিটিভি জানতে পেরেছে যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জঙ্গি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে পুরোদমে কাজে লাগাতে হবে।
এদিকে জম্মু ও কাশ্মীর পুলিশ এই এলাকায় জঙ্গি পরিস্থিতি মোকাবিলার জন্য পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এদিকে গত ৩২ মাসের পরিসংখ্য়ানে জানা গিয়েছে, অন্তত ৪৮জন সেনা জওয়ান নিহত হয়েছেন। তাঁদের মধ্য়ে অফিসাররাও রয়েছেন।
ইতিমধ্য়েই পুলিশ এমন একাধিকজনকে চিহ্নিত করেছে যারা জঙ্গিদের আর্থিকভাবে মদত দিচ্ছে। গোয়েন্দা মারফৎ আসা খবরের উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় অভিযানও চলছে পুরোদমে। এদিকে সোমবার ডোডাতে অন্তত চারজন সেনার মৃত্যু হয়। তার মধ্য়ে একজন অফিসারও রয়েছেন।
চলতি সপ্তাহে এটা হল দ্বিতীয় বড় এনকাউন্টার। কাঠুয়াতে অন্তত পাঁচজন সেনা জওয়ান শহিদ হয়েছেন। মিলিটারি ট্রাকের উপরেও আঘাত হানা হচ্ছে।
একের পর এক ঘটনা। গত মাসে ৬জন সেনা আহত হয়েছিলেন। ৯জন সিভিলিয়ান মারা যান। গত মে মাসে পুঞ্চ জেলায় এয়ার ফোর্সে কর্মরত একজনের মৃত্যু হয়। তাঁর গাড়ির উপর হামলা চালানো হয়েছিল। মূলত যেটা দেখা যাচ্ছে পুঞ্চ ও রাজৌরি সেক্টরে যে হামলাগুলি কেন্দ্রীভূত ছিল সেগুলি ক্রমে ছড়িয়ে পড়ছে। কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় সেই হিংসার ঘটনাগুলি ছড়িয়ে পড়ছে।
তবে সেই হিংসা দমন করার জন্য নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে বাহিনী। একের পর এক এনকাউন্টার। জঙ্গিদেরও নিকেশ করত সক্ষম হয়েছে বাহিনী। তাদের ডেরা গুড়িয়ে দেওয়া হচ্ছে।