৮০তম রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 'ওম শান্তি ওম' বুলি আওড়ে সভা শুরু এবং শেষ করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। শুধু তাই নয়, সভার শুরুতে নিজের দেশের সংস্কৃতি মেনেই বিশ্ব নেতাদের 'ওম স্বস্তিয়াস্তু' বলে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণের শুরু এবং শেষে সংস্কৃত শুভেচ্ছা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি রাষ্ট্রসংঘে ভাষণ শুরু করেন 'ওম স্বস্তিয়াস্তু' দিয়ে এবং শেষ করেন 'ওম শান্তি শান্তি, শান্তি ওম' দিয়ে। যা বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে সম্প্রীতির বার্তা দিয়েছে। জানা যায়, এটি তাঁর দেশের হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দ্বীপ বালিতে ব্যবহৃত একটি পবিত্র সংস্কৃত মন্ত্র। এই বাক্যাংশটির অর্থ 'আপনারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত, সর্বদা নিরাপদ থাকুন।' ইন্দোনেশিয়া একটি দ্বীপরাষ্ট্র। এটি মুলত হিন্দু-সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। তাই হিন্দু রীতি অনুযায়ী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রসংঘের সভার শুরুতে 'ওম শান্তি ওম' বুলি আওড়ান। এটি হিন্দু সম্প্রদায়ের একটি পবিত্র বাণী। কোনও শুভ কাজ করার সময় ঈশ্বরের নাম করেন হিন্দু ধর্মালম্বীরা। তাই বিশ্বের বড়মাপের অনুষ্ঠানে নিজের সংস্কৃতিকে ভুললেন না ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। আর সেই ভিডিও ভাইরাল হতেই তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। তিনি সভার শুরুতে বলেন, 'ইহুদি, মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকল ধর্ম এক। আমাদের সকলের একটাও মানব পরিবার হিসেবে বসবাস করা উচিত। ইন্দোনেশিয়া এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।'
রাষ্ট্রসংঘের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের জবাবে সুবিয়ান্তো বলেন, রাষ্ট্রসংঘ ইন্দোনেশিয়ার পাশে দাঁড়িয়েছে। স্বাধীনতার সংগ্রাম এবং রোগ, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের লড়াইয়ে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে। সেখানে গৃহীত সিদ্ধান্তগুলি ইন্দোনেশিয়াকে আন্তর্জাতিকভাবে বৈধতা দিয়েছে। যদিও তিনি কথাগুলি মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম না করেই বলেছেন। ভাষণের শেষে বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানের প্রতি জারি করা হুমকির সমালোচনা করে সুবিয়ান্তো বলেন, কোনও একক দেশ সমগ্র মানব পরিবারকে হুমকি দিতে পারে না। হামাস-ইজরায়েল যুদ্ধ নিয়েও কথা বলেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি বলেন, 'আমাদের অবশ্যই একটি স্বাধীন প্যালেস্টাইনি রাষ্ট্র হতে হবে। তবে আমাদের ইজরায়েলের নিরাপত্তাকেও দেখতে হবে। তখনই আমরা সত্যিকারের শান্তি পাব।' তিনি আরও বলেন, '(শান্তির) একমাত্র সমাধান হল- ইব্রাহিমের বংশধর-আরব এবং ইহুদিদের মধ্যে পুনর্মিলন। সব ধর্মাবলম্বী যেমন মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ-আমাদের সবাইকে একটি মানব পরিবার হিসেবে একসঙ্গে থাকতে হবে। ইন্দোনেশিয়া এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এটি কি শুধুই একটি স্বপ্ন? হয়তো, কিন্তু এটি এমন একটি সুন্দর স্বপ্ন, যার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।'