অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ২৯৭ ধারায় মৃতদেহের সঙ্গে অসদাচরণের অভিযোগে মামলা রুজু করেছে। অভিযুক্ত যুবকের বয়স ২২ বছর। অভিযুক্ত মানসিকভাবে ভারসাম্য কিনা তা জানার জন্য ডাক্তারি পরীক্ষা করা হবে। পালাসিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার, জগদীশ প্রসাদ জামরে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে।
মৃতদেহের প্রতীকী ছবি।
এর চেয়ে জঘন্যতম ঘটনা বোধহয় আর হয় না! মায়ের মৃতদের সঙ্গে যৌনসঙ্গম করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের পালাসিয়া থানার গোয়ালতলি এলাকায়। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনার পরেই অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশ। যদিও তাকে গ্রেফতার করা হয়নি। পুলিশের অনুমান, ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন। এই অভিযোগ সামনে আসার পরে ৭০ বছর বয়সি ওই বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ২৯৭ ধারায় মৃতদেহের সঙ্গে অসদাচরণের অভিযোগে মামলা রুজু করেছে। অভিযুক্ত যুবকের বয়স ২২ বছর। অভিযুক্ত মানসিকভাবে ভারসাম্য কিনা তা জানার জন্য ডাক্তারি পরীক্ষা করা হবে। পালাসিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার, জগদীশ প্রসাদ জামরে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। রাস্তাতেই মায়ের মৃতদেহের সঙ্গে যুবক যৌন সঙ্গম করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত যুবককে আটক করে। জানা গিয়েছে, ১৭ বছর বয়সি ওই বৃদ্ধার ফুসফুসে সমস্যা ছিল। শ্বাসকষ্টের কারণে সরকারি মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করা হয়েছিল বৃদ্ধাকে। সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত ঘোষণার পরে যুবক তার মায়ের মৃতদেহ নিয়ে চলে যায়। তবে যুবক যে এরকম কাণ্ড করবে তা কেউই বুঝে উঠতে পারেনি।