বাংলা নিউজ > ঘরে বাইরে > হায়দরাবাদে কাণ্ডে এনকাউন্টারের পর সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ল প্রতিক্রিয়া
পরবর্তী খবর
হায়দরাবাদে তরুণী পশুচিকিত্সককে গণধর্ষণের পরে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল সারাদেশ। কেউ রাস্তায় নেমে, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন। ক্রমশ ছড়িয়ে পড়ছিল জনরোষ। এরইমধ্যে আজ সকালে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় চার অভিযুক্তদের। তারপর থেকে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেন থেকে শুরু করে সমাজের প্রিয় নেটিজেনরা।
তেলেগু অভিনেতা নাগার্জুনা টুইট করেন, “আজ সকালে ঘুম থেকে উঠেই এই খবর (হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনার অভিযুক্তদের এনকাউন্টার) শুনলাম। ন্যায়বিচার দেওয়া হয়েছে।"