রাঁচি থেকে হাওড়ার উদ্দেশে আজ সকালে যাত্রা শুরু করেছিল ইন্টারসিটি এক্সপ্রেস। তবে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই ট্রেনের একটি কামরা থেকে কালো ধোঁয়া বের হতে দেখতে পান যাত্রীরা। এরপরই চলন্ত ট্রেনে যাত্রীদের মধ্যে আতঙ্কের সঞ্চার ঘটে। উল্লেখ্য, সাম্প্রতিককালে একাধিকবার ট্রেনে আগুন ধরার ঘটনা ঘটেছে দেশে। এই আবহে সোমবার সকালেও যাত্রীদের মনে শঙ্কা দেখা দেয়, ট্রেনে কি তবে আগুন লাগল? এই তড়িঘড়ি ট্রেন থামিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হয়। রেলকর্মীরা পৌঁছে যান ঘটনাস্থলে। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে রেললাইনেই দাঁড়িয়ে পড়েন। পরে অবশ্য দেখা যায়, আগুন লাগেনি। তবে ব্রেকে যান্ত্রিক গোলযোগের কারণে এই ধোঁয়া উঠতে শুরু করেছিল। (আরও পড়ুন: হাওড়া ও মালদা থেকে এই ২ রুটে চালু হতে পারে বন্দে ভারত মেট্রো, বড় দাবি রিপোর্টে)
আরও পড়ুন: গুজরাট উপকূলে আটক পাক বোট, চোখ কপালে উঠল তল্লাশিতে, মিলল ৬০০ কোটির মাদক
রিপোর্ট অনুযায়ী, রাঁচি থেকে রওনা দেওয়া হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসের বি-টু কামরা থেকে এই ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল আজ সকাল ৬টা ২০ মিনিট নাগাদ। ট্রেনটি যখন ঝাড়খণ্ডের জনহা স্টেশনের কাছে, তখন যাত্রীদের নজরে আসে সেই ধোঁয়া। পরে রেলের তরফ থেকে জানানো হয়, ব্রেকে যান্ত্রিক গোলযোগের কারণেই ধোঁয়া বেরিয়েছিল। ট্রেনে বা কোনও যন্ত্রাংশে কোনও আগুন লাগেনি। এদিকে এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলেও জানানো হয় রেলের তরফ থেকে। (আরও পড়ুন: 'মুসলিমরাই সবথেকে বেশি কন্ডোম ব্যবহার করে', জনসংখ্যা বিতর্কে মোদীকে জবাব ওয়াইসির)
আরও পড়ুন: ভাইরাল যৌন ভিডিয়ো কাণ্ডে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে ও পৌত্রের নামে দায়ের FIR