আবারও ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রমৃত্যু! খড়্গপুরের পর এবার তেলাঙ্গানা। সিদ্ধার্থ ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের ঘর থেকে ২২ বছর বয়সি ইঞ্জিনিয়ারিং ছাত্র যাদব সাই তেজার ঝুলন্ত দেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে হায়দরাবাদে। হস্টেলের আবাসিক উঁচু ক্লাসের পড়ুয়াদের মারধর, মানসিক হয়রানি, দাদাগিরি সহ্য করতে না পেরেই চরম পথ বেছে নিয়েছে বলে নিজের করা শেষ ভিডিওতে জানিয়েছে ওই পড়ুয়া। ইতিমধ্যে পুলিশ র্যাগিং এবং আত্মহত্যা উভয়েরই তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন-‘উত্তর-পূর্ব ভারতের গর্ব’, জুবিনকে আপত্তিকর মন্তব্য ছাত্রের, ক্ষমাপ্রার্থী নাগা মন্ত্রী
জানা গিয়েছে, মৃত যাদব সাই তেজা সিদ্ধার্থ ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিল। রবিবার হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সাই তেজার পরিবারের আইনজীবী কিশোর অভিযোগ করেছেন, ওই পড়ুয়াকে একটি বারে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে কলেজের সিনিয়ররা তাঁকে মদ্যপান করতে এবং প্রায় ১০,০০০ টাকার বিল পরিশোধ করতে বাধ্য করেছিল। চাপ এবং চাপ সহ্য করতে না পেরে, সাই তেজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় ওই পড়ুয়া জানিয়েছে, 'আমি কলেজে যাচ্ছিলাম। তখনই চার-পাঁচজন ছেলে এসে আমাকে হুমকি দিয়েছিল। তারা এসে টাকা দাবি করছিল। ওরা আমাকেও মারছে, আর আমি খুব ভয় পাচ্ছি। ওরা আমার কাছে এসে টাকা চাইছে, আর ওরা আমাকে মারছে। আমার কী করা উচিত? আমি মরতে যাচ্ছি। দয়া করে আমাকে বাঁচান।'ভিডিও-তে কথা বলার সময় তেজার চোখে-মুখে ভয়-ভীতি লক্ষ্য করা গিয়েছে। ফলে প্রাণভিক্ষার আকুতি জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন-‘উত্তর-পূর্ব ভারতের গর্ব’, জুবিনকে আপত্তিকর মন্তব্য ছাত্রের, ক্ষমাপ্রার্থী নাগা মন্ত্রী
এদিকে, ছেলের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে সাই তেজার পরিবার এবং আইনজীবী কিশোর হায়দরাবাদের সিদ্ধার্থ ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে পৌঁছন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলাটি তদন্ত শুরু করেছে।কে, কারা ওই পড়ুয়াকে ব্ল্যাকমেল করত, তা জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বরে। এর আগে গত শনিবার আইআইটি খড়্গপুরে ক্যাম্পাসের বিআর আম্বেদকর হলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ভিনরাজ্যের এক ছাত্রের দেহ উদ্ধারে শোরগোল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার অধীনস্থ হিজলি ফাঁড়ির পুলিশ।পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম হর্ষকুমার পাণ্ডে। বাড়ি ঝাড়খণ্ডে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফ্লুইড ডাইনামিকস নিয়ে গবেষণা করছিলেন হর্ষ। এই নিয়ে চলতি বছরে আইআইটি খড়্গপুরে ৬ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল।