বাংলা নিউজ > ঘরে বাইরে > EMI for SBI customers: EMI বাড়ল SBI গ্রাহকদের! প্রতি মাসে বাড়বে আরও খরচ, কতটা বেশি টাকা খসবে?
পরবর্তী খবর
EMI for SBI customers: EMI বাড়ল SBI গ্রাহকদের! প্রতি মাসে বাড়বে আরও খরচ, কতটা বেশি টাকা খসবে?
1 মিনিটে পড়ুন Updated: 15 Jul 2023, 10:50 AM ISTAyan Das
EMI for SBI customers: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহকদের এবার প্রতি মাসে বেশি ইএমআই গুনতে হবে। কারণ বৃদ্ধি পেল এমসিএলআর (মার্জিনাল কফ ফান্ডস বেসড লেন্ডিং রেট)।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমসিএলআর বাড়ল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
এমসিএলআর বৃদ্ধির সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এমসিএলআর পাঁচ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। যা আজ (১৫ জুলাই) থেকে কার্যকর হচ্ছে। সেই পরিস্থিতিতে এবার থেকে সুদের হার আট শতাংশ থেকে ৮.৭৫ শতাংশের স্তরে থাকবে। সেই পরিস্থিতিতে এসবিআই গ্রাহকদের উপর ইএমআইয়ের বোঝা আরও কিছুটা বাড়ল। এতদিন তাঁদের প্রতি মাসে যে পরিমাণ টাকা দিতে হত, এবার থেকে সেটা বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, ন্যূনতম যে সুদের হারে গ্রাহকদের ঋণ প্রদান করতে পারে কোনও ব্যাঙ্ক, সেটাই হল এমসিএলআর (মার্জিনাল কফ ফান্ডস বেসড লেন্ডিং রেট)।
তবে সব ঋণের ক্ষেত্রে ইএমআই বাড়বে না। যাঁরা এমসিএলআরের ভিত্তিতে ঋণ নিয়েছেন, তাঁদের ইএমআই বাড়বে। যাঁরা অন্য কোনও বিষয়ের সঙ্গে সংযুক্ত ঋণ নিয়েছেন, তাঁদের আপাতত ইএমআই বাড়ছে না। অবশ্য সংশ্লিষ্ট মহলের মতে, অধিকাংশ ঋণের সঙ্গেই এক বছরের এমসিএলআর সংযুক্ত থাকে। ফলে অধিকাংশ ঋণগ্রহীতার ক্ষেত্রেই ইএমআই বাড়বে। যাঁরা ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের থেকে ঋণ নিয়েছেন।