রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি টানতে যে বৈঠক হবে, তাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কিরই প্রয়োজন নেই। এমনই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া অডিয়ো সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমার মনে হয় না যে উনি (জেলেনস্কি) এরকম বৈঠকে খুব গুরুত্বপূর্ণ। উনি তিন বছর ধরে এখানে ছিলেন। কোনও চুক্তি বা সমঝোতায় পৌঁছানোর কাজটা উনি বড্ড কঠিন করে দেন।' সেইসঙ্গে ট্রাম্প দাবি করেন, বৈঠকে আলোচনার ক্ষেত্রে ইউক্রেনের নেতাদের হাতে কোনও কার্ড পড়ে নেই।
পুতিনের সঙ্গে ভালো কথা হয়েছে, মুগ্ধ ট্রাম্প
আর যখন জেলেনস্কির বিষয়ে সেই কথা বলছেন ট্রাম্প, তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব ভালো হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, '(রাশিয়ার প্রেসিডেন্টের) সঙ্গে আমার খুব ভালো কথা হয়েছে। ইউক্রেনের সঙ্গে সেরকম ভালো কথা হয়নি। ওদের কাছে কোনও তাস নেই। কিন্তু ওরা কঠোর থাকে। আমরা অবশ্য সেটা চালিয়ে যেতে দেব না।'
অর্থের বদলে পালটা প্রাকৃতিক সম্পদ নেওয়ার পথে আমেরিকা
তবে পরবর্তীতে আক্রমণের সুর কিছুটা নরম করে ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে, তাতে ইতি টানতে পুতিন এবং জেলেনস্কিকে হাতে হাত মিলিয়ে চলতে হবে। তারইমধ্যে ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে যে হাজার-হাজার ডলার দিয়েছে আমেরিকা, সেটার পরিবর্তে প্রাকৃতিক সম্পদ নেওয়ার জন্য কিয়েভের সঙ্গে বড় চুক্তি স্বাক্ষরের 'খুব কাছে' চলে এসেছে মার্কিন প্রশাসন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়াই উচিত ছিল না, মত ট্রাম্পের
ট্রাম্প বলেন, ‘আমরা যে অর্থ ঢেলেছি, সেটা ফিরে পাব। আরও অনেক আগেই সেই চুক্তি স্বাক্ষর করা উচিত ছিল। (জো) বাইডেনের সেই চুক্তি স্বাক্ষর করা উচিত ছিল। কিন্তু তিনি নিজে কী করছিলেন, সেটার বিষয়ে বাইডেন বেশি কিছু জানতেন না। প্রথমত ওই যুদ্ধটা কখনওই হওয়া উচিত ছিল না। আর যুদ্ধের সূচনা হয়ে গিয়েছিল, তখন সেই বিষয়টা মিটিয়ে নেওয়া যেত।’
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মধ্যে পুরো বিষয়টি মিটমাট করে নেওয়া যেত। কিন্তু সেটা হয়নি। ফলে এখন কাজটা কঠিন হয়ে গিয়েছে। তিনি বলেন, 'প্রথম বা দ্বিতীয় সপ্তাহের পরে পরিস্থিতি বেশ খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু সেটা হওয়া উচিত ছিল না। আর বিষয়টি মিটমাট করে নেওয়া উচিত ছিল। শুরুর দিকে সহজেই সমাধানসূত্র পাওয়া যেত। এখন কাজটা কঠিন। কিন্তু আমরা সমাধানসূত্র বের করে ফেলব।'