স্বাধীনতা দিবসের দিন দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনা। রাজধানীর হুমায়ুনের সমাধিস্থলে চত্বরের কাছে এক জায়গায় বাড়ির একাংশ ভেঙে পড়েছে বলে খবর। শুক্রবার দিল্লির নিজামুদ্দিন এলাকায় হুমায়ুনের সমাধিসৌধ কমপ্লেক্সের কাছে একটি বাড়ির একাংশ ধসে পড়ে। দিল্লি ফায়ার সার্ভিসের তরফে প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে অন্তত আট থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। এলাকায় উদ্ধারকাজ চলছে। ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর উঠে আসে।
শুক্রবার দিল্লির নিজামুদ্দিন এলাকায় হুমায়ুনের সমাধির চত্বরের দুর্ঘটনার খবরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে জাননো হয়, হুমায়ুনের সমাধির গম্বুজের একাংশ ভেঙে পড়েছে। আর তাতে কমপক্ষে আট হয় নয়জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পিটিআই-এর তথ্য অনুযায়ী, বিকেল ৪.৩০ টের দিকে একটি গম্বুজের একটি অংশ ভেঙে পড়ার খবর আসে। তবে অন্য বহু রিপোর্টে দাবি করা হচ্ছে, ওই সমাধি চত্বরে থাকা একটি জায়গায় ছাদ ভেঙে পড়েছে।
( Janmashtami 2025 Tithi: জন্মাষ্টমী ২০২৫ সালের তিথি শুরু আজ রাতেই! থাকবে কতক্ষণ? দেখে নিন শুভ সময়কাল)
( UNGAতে যোগ দিতে সেপ্টেম্বরে কি আদৌ ট্রাম্পের দেশে যাচ্ছেন মোদী? এল বড় আপডেট)
জানা গিয়েছে, ওই এলাকায় দমকলের ৫ টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। জানা যায়, প্রায় ষোড়শ শতাব্দীর এই সৌধ নির্মাণের নির্দেশ এসেছিল হুমায়ুনের প্রথম স্ত্রীর নির্দেশে।