Ravindra Jadeja-RSS Controversy: স্ত্রীর পাশে দাঁড়িয়ে RSS-এর প্রশংসা, সমালোচনার মুখে রবীন্দ্র জাদেজা
Updated: 28 Dec 2022, 07:28 AM IST Abhijit Chowdhury 28 Dec 2022 ravindra jadeja, gujarat, bjp, rss, rivaba jadeja, congress, কংগ্রেস, বিজেপি, আরএসএস, রবীন্দ্র জাদেজা, গুজরাটসদ্য সমাপ্ত হওয়া গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রিভাবা জাদেজা। সম্পর্কে তিনি ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী। নির্বাচনী প্রচারের সময় জাদেজাকে স্ত্রীর পাশে থাকতে দেখা গিয়েছে পুরো সময়। সোশ্যাল মিডিয়াতেও স্ত্রীর প্রশংসা করতে দেখা গিয়েছে। এদিকে জাদেজার বাবা ও দিদিকে দেখা গিয়েছে কংগ্রেসের হয়ে প্রচারে নামতে। এই নিয়ে কম জলঘোলা হয়নি। এবার স্ত্রীর প্রশংসা করতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতীয় ক্রিকেটার জাদেজা।
পরবর্তী ফটো গ্যালারি