খুব শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।এরমধ্যেই মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তাঁদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প।
এই আবহে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভকে উদ্ধৃত করে এপি জানিয়েছে, আগামী দিনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন পুতিন। দুই নেতার বৈঠকের বিস্তারিত পরে প্রকাশ করা হবে। তবে এরই মধ্যে দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে যে, শীঘ্রই বৈঠকটি হবে।ক্রেমলিনের উপদেষ্টা জানান, মস্কোয় বুধবারের বৈঠকে তিনপক্ষীয় সম্মেলনের প্রস্তাব এসেছে, যদিও রাশিয়া এই বিষয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি। তবে তিনি নিশ্চিত করেছেন, ট্রাম্প ও পুতিনের বৈঠকের একটি স্থান নির্ধারিত হয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।এদিকে, মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষ। মূলত এরপরই পুতিন এবং ট্রাম্পের মধ্যে বৈঠকের সম্ভাবনা বেড়েছে।
আরও পড়ুন-'বাবা আমরা বাঁচবো না!' উত্তরকাশীর দুর্যোগে প্রাণে বাঁচলেন দম্পতি, নিখোঁজ সন্তানরা
পুতিনের সঙ্গে মুখোমুখি শেষ বৈঠক করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২১ সালের জুনে, ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার প্রায় আট মাস আগে জেনিভায় তাদের মধ্যে বৈঠক হয়েছিল। তারপর প্রথম ট্রাম্পের মুখোমুখি হবেন পুতিন।এর আগে হোয়াইট হাউসে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে এবং সেটি খুব শীঘ্রই হতে পারে।ট্রাম্প আরও বলেন, 'আমি একে এখনই কোন বড় অগ্রগতি বলছি না... আমরা দীর্ঘদিন ধরে এটি নিয়ে কাজ করছি। হাজার হাজার তরুণ প্রাণ হারাচ্ছে... আমি এই যুদ্ধটা বন্ধ করতে এসেছি।' এরমধ্যে ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। এ বিষয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি বলেন, রাশিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ চায়, আর প্রেসিডেন্ট উভয় নেতার সঙ্গেই বৈঠকের জন্য উন্মুক্ত। তবে এখনও স্পষ্ট নয় কোথায় এবং কখন এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন-'বাবা আমরা বাঁচবো না!' উত্তরকাশীর দুর্যোগে প্রাণে বাঁচলেন দম্পতি, নিখোঁজ সন্তানরা
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, উইটকফের সফর নিয়ে তিনি নিজে কথা বলেছেন ট্রাম্পের সঙ্গে। তার মতে, যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার মনোভাব আগের চেয়ে কিছুটা নমনীয় হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে মস্কোর দেওয়া শর্তের ওপর। তিনি বলেন, ইউক্রেন ও তার অংশীদাররা মিলে একটি স্পষ্ট ও যৌথ অবস্থান নির্ধারণে কাজ করছে।অন্যদিকে, সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ করতে রাশিয়াকে সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। না হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হবে।