উৎসবের মরসুম শেষ হলেই গণতন্ত্রের উৎসবে মাতবে বিহার। আর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিহারবাসীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।'মন কি বাত'-এর ১২৬তম পর্বে প্রধানমন্ত্রী জানালেন, ঐতিহ্যবাহী ছট উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। ভোটমুখী রাজ্যে ছট পুজোর আগে এমন ঘোষণা বিহারবাসীর উৎসবকে আরও আনন্দময় করবে বলেই আশা।
আরও পড়ুন-বয়কটের ডাক উধাও? আজ দেশজুড়ে বহু মাল্টিপ্লেক্সে চলবে ভারত-পাক মহারণ
সূর্য দেবতার সম্মানে ছট পুজো দেশজুড়ে উদযাপিত হয় এবং বিদেশেও এই পুজোর স্বীকৃতি রয়েছে। ভারতীয় উৎসবগুলির বিস্তৃত সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এই ধরনের উৎসব ভারতের ঐতিহ্যকে প্রাণবন্ত রাখে। তিনি বলেন, 'সরকারি প্রচেষ্টার মাধ্যমে, কলকাতার দুর্গাপুজো সম্প্রতি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিহারের বিখ্যাত উৎসব ছট পুজো এখন বিশ্বব্যাপী হয়ে উঠছে। তাই এই উৎসবকে যাতে ইউনেস্কোর ‘ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজে’র তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, তার জন্য কাজ করছে কেন্দ্র।' প্রধানমন্ত্রী মোদী বলেন, 'ছট পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি প্রকৃতি-ভিত্তিক বিশ্বাস, পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা এবং সমাজিক ঐক্যের এক জীবন্ত উদাহরণ।' তিনি জানান, এই পুজোর মাধ্যমে ভারতের প্রাচীন প্রকৃতি-পুজোর ঐতিহ্য এবং টেকসই জীবনের দর্শন প্রতিফলিত হয়। ছট পুজোর মতো একটি পরিবেশ-বান্ধব এবং সমাজ কেন্দ্রিক উৎসবকে আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরার এই প্রচেষ্টা, ২০২১ সালে দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতির পথ অনুসরণ করছে। প্রধানমন্ত্রী আশাবাদী, ছট পুজোও বিশ্ব দরবারে ভারতের বহুত্ববাদী সংস্কৃতি এবং আধ্যাত্মিক গভীরতার প্রতিনিধি হিসেবে মর্যাদা পাবে।
আরও পড়ুন-বয়কটের ডাক উধাও? আজ দেশজুড়ে বহু মাল্টিপ্লেক্সে চলবে ভারত-পাক মহারণ
এদিন 'মন কি বাত'-এ শহিদ ভগৎ সিং এবং সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভগৎ সিংকে স্মরণ করে তিনি বলেন, 'ভগৎ সিং প্রতিটি ভারতীয়ের, বিশেষ করে যুবকদের কাছে বিরাট অনুপ্রেরণা। দেশসেবা করতে গিয়ে তিনি যে সাহস দেখিয়েছিলেন, তা আমাদের সকলের কাছে দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে।' মোদী আরও জানান, 'ভগৎ সিং ফাঁসির আগে ব্রিটিশদেরকে চিঠি লিখে জীবন শেষ করার অনুরোধ করেছিলেন, এ কথা আমরা কোনওদিন ভুলব না।' পাশাপাশি লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী স্মরণ করেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, 'লতা দিদির গান মানুষের আবেগকে স্পন্দিত করে। দেশাত্মবোধক গানগুলি বিশেষভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। আমার সঙ্গে লতা দিদির বিশেষ সম্পর্ক ছিল, প্রতি বছর তিনি আমাকে রাখি পাঠাতেন।‘জ্যোতি কলস ছলকে’ গানটি আমার ভীষণ প্রিয়।'