প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সিঙ্গাপুরকে "অ্যাক্ট ইস্ট পলিসির একটি শক্তিশালী স্তম্ভ' বলে অভিহিত করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সেমিকন্ডাক্টর ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার প্রশংসা করেছেন মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে দুই এশীয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘কূটনীতির বাইরেও’ রয়েছে। পাশাপাশি ২২শে এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতেদের ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতির জন্য তার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘সিঙ্গাপুর আমাদের অ্যাক্ট ইস্ট পলিসির একটি শক্তিশালী স্তম্ভ।’
মোদী বলেন, ‘সন্ত্রাসবাদ সম্পর্কে আমাদের সাধারণ উদ্বেগ রয়েছে। আমরা বিশ্বাস করি যে ঐক্যের সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সমস্ত মানবিক দেশের কর্তব্য।’ মোদী আরও বলেন যে প্রযুক্তি এবং উদ্ভাবন দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের স্তম্ভ। বৃহস্পতিবার ভারত এবং সিঙ্গাপুর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সেমিকন্ডাক্টরগুলিতে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেওয়ার পর প্রধানমন্ত্রীর এই মন্তব্য এসেছে। দুই দেশের মধ্যে শিল্পগত ক্ষেত্রে সমঝোতার পথ উঠে আসার পরই মোদী এই বার্তা দেন। প্রসঙ্গত, ট্রাম্পের দেশের তরফে ৫০ শতাংশ শুল্ক ভারতের ওপর আরোপের পর সিঙ্গাপুর ও ভারতের মধ্যে শিল্প চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উল্লেখ্য, মার্কিন শুল্ক কোপের মধ্যে ভারত-সিঙ্গাপুরের মধ্যে এই সমঝোতা বেশ তাৎপর্যপূর্ণ নানান দিক থেকে। চিনের সফর থেকে ফিরেই মোদী দিল্লিতে সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংর সঙ্গে। যা নিঃসন্দেহে এশিয়ার কূটনীতিতেও বেশ প্রাসঙ্গিক। আর এই বছরের শেষেই আসছে ভারতে নির্মিত প্রথম সেমিকন্ডাক্টার। ফলত সেই জায়গা থেকে সিঙ্গাপুরকে বাণিজ্যিক অংশীদার হিসাবে পাশে পাওয়া দিল্লির জন্য বেশ তাৎপর্যপূর্ণ।
দুই দেশ শিপিং, অসামরিক বিমান চলাচল এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ওং বলেন, সেমিকন্ডাক্টার ও অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে রাষ্ট্রভিত্তিক স্কিল সেন্টারের দিক দিয়েও সমঝোতা এগোবে। তিনি বলেন,'এই প্রচেষ্টা আমাদের উভয় দেশের জন্য নতুন প্রবৃদ্ধির সুযোগ তৈরি করবে।'মোদী চেন্নাইতে একটি জাতীয় দক্ষতা কেন্দ্র প্রতিষ্ঠায় সিঙ্গাপুরের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন,'সেমিকন ইন্ডিয়া' সম্মেলনে সিঙ্গাপুরের কোম্পানিগুলির উৎসাহী অংশগ্রহণ নিজেই একটি উল্লেখযোগ্য অগ্রগতি।' চিনের এসসিও সামিট থেকে ফিরে দিল্লিতে এদিন মোদী বলেন,'সিঙ্গাপুর আমাদের অ্যাক্ট ইস্ট নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার সহযোগিতা এবং যৌথ দৃষ্টিভঙ্গি এগিয়ে নিতে আসিয়ানের সাথে একসাথে কাজ চালিয়ে যাব।'
(এই প্রতিবেদন এআই জেনারেটেড)