কমিকসের পাতা নয়। বাস্তবের 'ওয়ান্ডার ওম্যান' তাঁরা। চলন্ত ট্রেন থেকে পড়ে যাচ্ছিলেন এক যাত্রী। অবিশ্বাস্য তত্পরতায় তাঁর প্রাণ বাঁচালেন দুই মহিলা RPF।ঘটনাটি মেদিনীপুর স্টেশনের। জানা গিয়েছে, রবিবার রাতে, পৌনে ৩টে নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময়ে দিনীপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছিল আপ হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস। প্ল্যাটফর্মে প্রহরা দিচ্ছিলেন RPF-এর ‘মাই সহেলি টিম’-এর দুই সদস্যা, কনস্টেবল সুপ্রিয়া গড়াই এবং শোভা সিং।। হঠাত্ই ট্রেনের দরজা ধরে এক প্রৌঢ়কে ঝুলতে দেখেন। একটু বাদে বৃদ্ধ পড়েও যান। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করেন। এরপর তাঁর প্রাথমিক চিকিত্সারও ব্যবস্থা করেন সুপ্রিয়া এবং শোভা। প্রাথমিক সুশ্রষার পর ওই বৃদ্ধকে ছেড়ে দেওয়া হয়। তাঁর তেমন কোনও চোট লাগেনি। মাথা ঘুরে যাওয়ায় তিনি পড়ে যান বলে জানান। তবে ওই মুহূর্তে যদি মহিলা আরপিএফ কর্মীরা না থাকত, তবে কী হত ভেবে শিউরে উঠছেন ওই ব্যক্তি। তিনি জানান, সুপ্রিয়া ও শোভা মিলে তাঁকে টেনে ট্রেনের কাছ থেকে সরিয়ে আনেন। তাঁর প্রাণরক্ষার জন্য দুই কনস্টেবলকে ধন্যবাদ জানান তিনি।