দেশজুড়েই বাড়ছে ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা। পেট্রল–ডিজেল এবং সিএনজি গাড়িকে পিছনে ফেলে যেভাবে ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা বাড়ছে সেই তুলনায় গাড়িগুলির চার্জিং স্টেশন বাড়ানো হচ্ছে কি? সংসদে লিখিত প্রশ্নের মাধ্যমে মোদী সরকারের থেকে বিস্তারিত তথ্য চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি জানিয়েছেন, ২০২১–২২ অর্থবর্ষে বাহন পোর্টালে নথিভুক্ত ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা ছিল ৪,৬০,৭৫৯৷ পরের বছর ২০২২–২৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১,৮৫,৬৪৫। কিন্তু চার্জিং স্টেশন বাড়ানো নিয়ে কোনও তথ্য দেননি বলেই খবর।
এদিকে ইলেকট্রিক বাস পরিষেবা প্রকল্পে বাংলার জন্য কোনও বরাদ্দ করা হয়নি। কেন্দ্র তা করেনি বলেই অভিযোগ। গতকাল সংসদে এমন তথ্যই তুলে ধরলেন নগরোন্নয়ন মন্ত্রক। প্রধানমন্ত্রী ই–বাস সেবা প্রকল্পে কোন রাজ্যের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে তা লিখিতভাবে জানতে চেয়ে প্রশ্ন করেন তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। জবাবে কেন্দ্রীয় নগরোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী টোখান সাহু জানান, এখনও পর্যন্ত ১৪টি রাজ্যের জন্য মোট ১ হাজার ৬২ কোটি ৭৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে দেওয়া হয়েছে—৪৩৭ কোটি ৫০ লক্ষ টাকা। এই তালিকায় স্থান পায়নি বাংলা। বরং রয়েছে—অসম, বিহার, গুজরাট, ছত্তিশগড়, হরিয়ানা, রাজস্থান, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ওড়িশার মতো ডবল ইঞ্জিন সরকারের রাজ্য। অবিজেপি রাজ্য বলতে পঞ্জাব আর জম্মু–কাশ্মীর আগামী অর্থবর্ষে ২০২৫–২৬ সালের বরাদ্দ করা হয়েছে ১ হাজার ৩১০ কোটি টাকা।
আরও পড়ুন: জয়ন্তিকা চা–বাগানে ম্যানেজার খুনের ঘটনার কিনারা করল পুলিশ, আতঙ্ক উত্তরে
অন্যদিকে ২০২৩–২৪ অর্থবর্ষে গোটা দেশে রেজিস্টার্ড ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা ১৬, ৮২,৯৫৯৷ এই নিয়েই কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ির দাবি, চলতি বছরের ১৭ মার্চ পর্যন্ত গোটা দেশের নানা প্রান্ত মিলিয়ে মোট ২৬,৩৬৭টি পাবলিক ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন তৈরি করা হয়েছে। এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, গোটা দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ১৭ লক্ষ ইলেকট্রিক ভেহিকেলের রিচার্জের জন্য মাত্র ২৬ হাজার পাবলিক চার্জিং স্টেশন কি যথেষ্ট? এই প্রশ্নের সরাসরি কোনও উত্তর দিতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক গাড়ি এবং তার ব্যাটারি বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং তার টার্গেট কী? প্রশ্ন তোলেন। জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি লিখিতভাবে জানান, এই ব্যাপারে নির্দিষ্ট কোনও টার্গেট নেই। তবে তথ্য বলছে, প্রত্যেকদিন ইলেকট্রিক তথা ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২০২১– ২২ অর্থবর্ষে ‘বাহন’ পোর্টালে ইলেকট্রিক গাড়ির সংখ্যা ছিল ৪ লক্ষ ৬০ হাজার ৭৫৯। ২০২৩–২৪ অর্থবর্ষে তা হয়েছে ১৬ লক্ষ ৮২ হাজার ৯৫৯। মোট ইলেকট্রিক গাড়ির সংখ্যা যা ৬.৮৩ শতাংশ।