প্রতিদিনের মতো শুক্রবারও সকাল-সকাল স্কুলে এসেছিল পড়ুয়ারা। প্রার্থনার সময় যখন মাথার উপর থেকে চাঙড় খসে পড়ার ইঙ্গিত পাচ্ছিল, ছুটে গিয়েছিল শিক্ষকদের কাছে। কিন্তু শিশুদের সতর্কবার্তা উড়িয়ে দিয়ে তাদের ক্লাসে ফিরে যেতে বলেন তাঁরা। আর তার কয়েক মিনিটের মধ্যেই সব শেষ।
শুক্রবার সকালে রাজস্থানের জালাওয়ার জেলার পিম্পলোদ গ্রামের এক সরকারি প্রাথমিক স্কুলে ছাদ ধসে মৃত্যু হয়েছে সাত পড়ুয়ার। আহত কমপক্ষে ২৭ জন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্কুলের অভিভাবকদের একাংশ এবং গ্রামবাসীরা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। সরকারি উদাসীনতার অভিযোগ তুলে তারা ভাঙচুরও চালান। প্রশাসনের বিরুদ্ধে ওঠে চরম গাফিলতির অভিযোগ।এই আবহে স্কুলের সেই ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্র।ওই সাংবাদিকদের ছাত্র জানিয়েছে, প্রার্থনার সময় তারা ক্লাসরুমে বসেছিল। তখন মাথার উপর থেকে পাথরের কুচি পড়তে শুরু করে। তারা গিয়ে শিক্ষকদের জানায়, কিন্তু তাঁরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উল্টে বকা দেন এবং বলেন চুপচাপ গিয়ে বসতে। এক শিক্ষক তখন সকালের খাবার 'পোহা' (চিড়ে) খাচ্ছিলেন বলে জানায় সে। একটু পরই ছাদ ধসে পড়ে। সে পালিয়ে বাঁচলেও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। পরে গ্রামবাসীরা এসে উদ্ধার করে।
আরও পড়ুন-পাকিস্তানকে দুরমুশ করেছিল ভারত! কার্গিল বিজয় দিবসে সেনার বীরত্বকে কুর্নিশ
অন্যদিকে জালাওয়ারের জেলা শাসক অজয় সিং রাঠৌর বলেন, 'আমরা আগেই নির্দেশ দিয়েছিলাম, কোনও ভগ্নপ্রায় স্কুল ভবনে পড়ুয়াদের বসানো যাবে না। কেউ যেন তা করলে রিপোর্ট দিতে বলা হয়েছিল। কিছু স্কুল মেরামতও করা হয়েছিল। এখানেও শিক্ষকদের তরফে গাফিলতি রয়েছে। পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত কমিটি গঠন হয়েছে। রিপোর্ট জমা পড়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।' এই ঘটনার পরই রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা উচ্চ পর্যায়ের বৈঠক করেন। তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে কোনও স্কুল ভবন যেন জরাজীর্ণ অবস্থায় না থাকে।রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ৷
আরও পড়ুন-পাকিস্তানকে দুরমুশ করেছিল ভারত! কার্গিল বিজয় দিবসে সেনার বীরত্বকে কুর্নিশ
স্কুলের ছাদ ধসে ৭ পড়ুয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স বার্তায় রাষ্ট্রপতি বলেন, 'রাজস্থানের জালাওয়ার জেলার একটি স্কুলের ছাদ ধসে বহু শিক্ষার্থীর মৃত্যু ও আহত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। আমি প্রার্থনা করি ঈশ্বর যেন শোকাহত পরিবারগুলিকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেন। এই দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী মোদী এই ঘটনাটিকে 'মর্মান্তিক' বলে অভিহিত করেছেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, 'ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ৷ এই কঠিন সময়ে আমার সমবেদনা ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে ৷'